Entertainment News

‘কুছ না কহো…’ রাজ নয়, কার জন্য গাইলেন শুভশ্রী?

রাজের জন্য নয়। তা হলে অন্য কার জন্য গান গাইলেন শুভশ্রী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ১৪:০৫
Share:

শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বিয়ে হয়েছে ধুমধাম করে। বিয়ের আগে রাজ-শুভশ্রীর প্রেমও ছিল টলি চর্চার কেন্দ্রে। এ বার ‘কুছ না কহো…’ গেয়ে ফেললেন অভিনেত্রী।

Advertisement

কিন্তু তা রাজের জন্য নয়। তা হলে অন্য কার জন্য গান গাইলেন শুভশ্রী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, তাঁর কোলে রয়েছে এক শিশু। আর তাকে কোলে নিয়েই এই গানটি গাইছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, ‘মকড়ি’ অভিনেত্রী শ্বেতার বিয়ে, পাত্র কে জানেন?

কিন্তু অবাক হওয়ার আরও বোধহয় বাকি রয়েছে অনুরাগীদের। কারণ এই ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে বেবি… শুভ মা লভস্ ইউ আ লট।’

অর্থাত্ এই শিশুটি অভিনেত্রীকে ‘মা’ বলে ডাকবে। যদিও সে এতটাই ছোট এখনও পর্যন্ত সম্ভবত কথা বলতে শেখেনি। কিন্তু তার সঙ্গে যে নায়িকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তা স্পষ্ট। ❤️❤️❤️ (_)

❤️❤️❤️

(_)

অর্থাত্ এই শিশুটি অভিনেত্রীকে ‘মা’ বলে ডাকবে। যদিও সে এতটাই ছোট এখনও পর্যন্ত সম্ভবত কথা বলতে শেখেনি। কিন্তু তার সঙ্গে যে নায়িকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তা স্পষ্ট। ❤️❤️❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement