Entertainment News

সলমন নন, খান পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা!

এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সলমনের বোন অর্পিতা খান শর্মা। কেন জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৮
Share:

ক্যাটরিনা কইফ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সলমন খান এবং ক্যাটরিনা কইফের সম্পর্ক নিয়ে এক সময় প্রচুর গসিপ হয়েছে ইন্ডাস্ট্রিতে। তাঁদের ব্রেক আপও হয়েছে। তবে সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা নেই বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। দিন কয়েক পরেই মুক্তি পাবে সলমন-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’। বহু দিন পর অনস্ক্রিন এই জুটিকে দেখবেন দর্শক। কিন্তু তার আগে সলমন নন, খান পরিবারেরই অন্য এক সদস্যের সঙ্গে ডেট করলেন ক্যাটরিনা।

Advertisement

এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সলমনের বোন অর্পিতা খান শর্মা। কেন জানেন? কারণ সম্প্রতি রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে অর্পিতার ছেলে আহিলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান ক্যাটরিনা। আর সেই ছবি ভিডিও পোস্ট করে অর্পিতা লেখেন, ‘আহিলস্ ডেট অ্যাট আদিরাস্ পার্টি।’

আরও পড়ুন, তৈমুরের জন্য ক্রিসমাসে বিশেষ কী প্ল্যান করেছেন সইফ-করিনা?

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে বেলুন হাতে নিয়েছেন ক্যাটরিনা। তাঁর কোলে বসে আহিল পার্টি এনজয় করছে। সম্প্রতি আদিরার জন্মদিনে হাজির ছিলেন বলি মহলের প্রথম সারির সেলেবরা। ’ ’ 😘

’ ’ 😘

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement