Entertainment News

‘আমার চোখ তোমাকে খোঁজে’, কাকে মেসেজ দিলেন ঐন্দ্রিলা?

নতুন এই ছবির ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, ‘আমার চোখ সব সময় তোমাকে খোঁজে।’ এই ছবি দেখার পরই ওয়েব অডিয়েন্সের প্রশ্ন, ঐন্দ্রিলার চোখ ঠিক কাকে খোঁজে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ১৫:১০
Share:

এই ছবিটি শেয়ার করেছেন ঐন্দ্রিলা।— টুইটারের সৌজন্যে।

কনের সাজে ঐন্দ্রিলার ছবি তো আপনারা আগেই দেখেছেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’। ফের কনের সাজে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। কিন্তু এই নতুন ছবিতে একটা টুইস্ট রয়েছে।

Advertisement

নতুন এই ছবির ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, ‘আমার চোখ সব সময় তোমাকে খোঁজে।’ এই ছবি দেখার পরই ওয়েব অডিয়েন্সের প্রশ্ন, ঐন্দ্রিলার চোখ ঠিক কাকে খোঁজে?

ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মহলে শোনা যায়, বাস্তবে নাকি নায়ক অঙ্কুশের সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক রয়েছে। তা হলে ঐন্দ্রিলার চোখ কি অঙ্কুশকে খোঁজে? সে ইঙ্গিতই দিতে চেয়েছেন নায়িকা? নাকি এই মুহূর্তে তাঁর অনস্ক্রিন নায়ক অর্থাত্ ‘ফাগুন বউ’-এর রোদ্দুর ওরফে বিক্রম চট্টোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন?

Advertisement

আরও পড়ুন, এই মেঘলা দিনে একলা ইশার কি মন খারাপ?

না! এই ডিবেটের সমাধান ঐন্দ্রিলা নিজে করেননি। তিনি এর উত্তর তাঁর অনুরাগীদের ভাবার জন্য ছেড়ে দিয়েছেন। ❤️ (_)

না! এই ডিবেটের সমাধান ঐন্দ্রিলা নিজে করেননি। তিনি এর উত্তর তাঁর অনুরাগীদের ভাবার জন্য ছেড়ে দিয়েছেন। (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement