Entertainment News

কাকে ভাইফোঁটা দিলেন ঐন্দ্রিলা?

গতকালের অনুষ্ঠানে শুধু ঐন্দ্রিলা নন, হাজির ছিলেন অন্য নায়িকারাও। মিমি, প্রিয়ঙ্কা, রণিতাও একে একে ফোঁটা দেন অরূপকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৪:৩৫
Share:

ঐন্দ্রিলা সেন। ছবি: ঐন্দ্রিলার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

ভাইফোঁটার দিনটা ঐন্দ্রিলা সেনের জীবনে খুব স্পেশ্যাল। কারণ বড় দাদা হিসেবে এমন একজনকে তিনি পেয়েছেন, যাঁর আশীর্বাদ অভিনেত্রীর জীবনে চলার পথে পাথেয়। জানেন, কাকে ভাইফোঁটা দিলেন তিনি?

Advertisement

গত কয়েক বছরের মতো এ বারও বড় করে ভাইফোঁটার আয়োজন করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সেই উত্সবে হাজির ছিলেন ঐন্দ্রিলা। সেখানেই অরূপকে ফোঁটা দেন তিনি।

গতকালের অনুষ্ঠানে শুধু ঐন্দ্রিলা নন, হাজির ছিলেন অন্য নায়িকারাও। মিমি, প্রিয়ঙ্কা, রণিতাও একে একে ফোঁটা দেন অরূপকে। তার পর ছিল বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন।

Advertisement

আরও পড়ুন, নতুন খবর দিলেন শুভশ্রী!

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এ ঐন্দ্রিলার অভিনয় পছন্দ করছেন দর্শক। বহুদিন পর বিক্রমের সঙ্গে তিনি কামব্যাক করেছেন টিভির পর্দায়। তাঁদের কেমিস্ট্রি জিতে নিয়েছে দর্শকের মন।

#bhaifotaspecial

A post shared by Oindrila Sen (@love_oindrila) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement