মৃত্যুর আগে কেন সিঁদুর পরেছিলেন প্রত্যুষা?

পোস্ট মর্টেমের পর দেহ যখন বেরল, দেখে চমকে গিয়েছিলেন ঘনিষ্ঠ জনেরা। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। প্রত্যুষার বাবা, মা আজ সকালেই পৌঁছে যান মুম্বই। মেয়ের কাটাছেঁড়া করা শরীরটা দেখেই হাউহাউ কান্নায় ভেঙে পড়েন দু’জনেই। সেখানে ছিলেন প্রত্যুষার ঘনিষ্ঠ অভিনেত্রী জলি বৃন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ১৩:৪৭
Share:

পোস্ট মর্টেমের পর দেহ যখন বেরল, দেখে চমকে গিয়েছিলেন ঘনিষ্ঠ জনেরা। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। প্রত্যুষার বাবা, মা আজ সকালেই পৌঁছে যান মুম্বই। মেয়ের কাটাছেঁড়া করা শরীরটা দেখেই হাউহাউ কান্নায় ভেঙে পড়েন দু’জনেই। সেখানে ছিলেন প্রত্যুষার ঘনিষ্ঠ অভিনেত্রী জলি বৃন্দা। তিনিই বাইরে এসে সাংবাদিকদের জানান, সিঁদুর ছিল প্রত্যুষার মাথায়।

Advertisement

কেন সিঁদুর পরেছিলেন প্রত্যুষা? বিয়ে তো হওয়ার কথা ছিল আর ক’দিন বাদেই। অনেক দিনের বয়ফ্রেন্ড রাহুলরাজ সিংহের সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। ড্রেস ডিজাইনার রোহিত বর্মা নায়িকার বিয়ের লেহেঙ্গাও তৈরি করে দিয়েছিলেন। সেই বিয়ে নিয়ে কি কোনও সমস্যা তৈরি হয়েছিল? মুম্বইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, সম্প্রতি রাহুলের সঙ্গে নাকি অন্য কোনও মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়েই নাকি চলছিল প্রবল টানাপড়েন । প্রত্যুষা আত্মহত্যা করেছেন না অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়। বন্ধু, পরিজনেরা ইতিমধ্যেই খুনের অভিযোগ করছেন। মৃত্যু যে ভাবাই হোক, সম্ভবত সম্পর্কের টানাপড়েনই এর পিছনে। তেমনটা মনে করছে তদন্তকারী পুলিশও। বয়ফ্রেন্ড রাহুলকে আটক করেছে পুলিশ। চলছে দফায় দফায় জেরা।

আরও পড়ুন

Advertisement

বয়ফ্রেন্ডের অন্য সম্পর্কই কি প্রত্যুষার মৃত্যুর কারণ?

‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যু

জামশেদপুর থেকে আনন্দী, প্রত্যুষার যাত্রাপথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement