বিবাহবার্ষিকীতে জয়াকে মিস করছেন অমিতাভ

বাহাত্তুরের আজ মন খারাপ। ৪২ বছর আগের সেই লাজুক কনেকে আজ বড্ড মিস করছেন তিনি। লন্ডনে মধুচন্দ্রিমার উষ্ণতাও যেন ফিরে আসছে ভরা গরমের মুম্বইয়ে। কাজের জন্য বিবাহবার্ষিকীর দিন দেশের বাইরে জয়া বচ্চন। তাই ‘ব্লগব্লগানি’তেই অমিতাভের দিনযাপন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ১৭:৩৪
Share:

একান্তে...। ছবি: এএফপি।

বাহাত্তুরের আজ মন খারাপ। ৪২ বছর আগের সেই লাজুক কনেকে আজ বড্ড মিস করছেন তিনি। লন্ডনে মধুচন্দ্রিমার উষ্ণতাও যেন ফিরে আসছে ভরা গরমের মুম্বইয়ে। কাজের জন্য বিবাহবার্ষিকীর দিন দেশের বাইরে জয়া বচ্চন। তাই ‘ব্লগব্লগানি’তেই অমিতাভের দিনযাপন।

Advertisement

১৯৭৩-এর ৩ জুন গাঁটছড়া বাঁধেন অমিতাভ-জয়া। বুধবার তাঁদের ৪২তম বিবাহবার্ষিকী। ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় আপ্লুত অমিতাভ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নিজেদের পুরনো একটি ছবি ট্যুইটারে শেয়ারও করেছেন বিগ বি।

জয়া দেশের বাইরে থাকায় দিনটি অমিতাভকে একাই কাটাতে হবে। এ কথা উল্লেখ করে তিনি ব্লগে লেখেন, “এত বছর পরও সে সব দিনের কথা চোখে ভাসছে। আমরা নিজেদের সিদ্ধান্তের কথা পরিবারকে জানাই। সকলে আমাদের পাশে ছিল। তাড়াহুড়ো করে সাধারণ প্রস্তুতি... বাঙালি ঐতিহ্যমতে বিয়ের অনুষ্ঠান... আমার ভাড়া বাড়ি থেকে জয়ার পারিবারিক বন্ধুর বাড়িতে যাওয়া গাড়ি করে... ঠিক কিছু ক্ষণ আগে হাল্কা বৃষ্টির ফোঁটা।”

Advertisement

বিয়ের পর জয়া বেশ কয়েক বছরের জন্য সিনেমা থেকে দূরে ছিলেন। এ সময় নানান ঝড় দক্ষ হাতে সামলেছেন তিনি। ৪১ বছর ধরে তাঁকে সহ্য করার জন্য জয়াকে ধন্যবাদ দিয়েছেন ‘শাহেনশা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement