Bollywood Gossip

‘ফাঁকা বারান্দায় চেঁচাচ্ছিলাম, ভয় পেয়েছিল ডিম্পল’, রাজেশ খন্নার জন্য কী কী সহ্য করতে হয়েছিল তাঁকে?

যে সময়ে তাঁদের বিয়ে হয় তখন অভিনেতা রাজেশ বলিউডের শীর্ষস্থানে থাকা নায়ক। নামজাদা নায়কের স্ত্রী হওয়ার আদবকায়দা জানা ছিল না ডিম্পলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৫০
Share:

রাজেশের জন্য কী সহ্য করতে হয়েছিল ডিম্পলকে? ছবি: সংগৃহীত।

১৯৭৩ সালে ১৫ বছরের ছোট ডিম্পল কপাড়িয়াকে বিয়ে করেন অভিনেতা রাজেশ খন্না। বিয়ের পর কিছু দিন ভাল সময় কাটালেও খুব বেশি দিন একসঙ্গে সংসার করেননি তাঁরা। দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কির জন্মের পরেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। রাজেশকে বিয়ের পর খুবই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ডিম্পলকে। এ কথা এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন রাজেশও।

Advertisement

যে সময়ে তাঁদের বিয়ে হয় তখন অভিনেতা রাজেশ বলিউডের শীর্ষস্থানে থাকা নায়ক। নামজাদা নায়কের স্ত্রী হওয়ার আদবকায়দা জানা ছিল না ডিম্পলের। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আমার জানা ছিল না একজন নায়কের সঙ্গে সংসার করতে গেলে ঠিক কী কী আদবকায়দা জানতে হয়। এখনও জানি না।” বিয়ের পরে ডিম্পলকে অভিনয় করতেও বাধা দিয়েছিলেন রাজেশ। অন্য দিকে, অভিনেতার একের পর এক ছবিও মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে।

এক সাক্ষাৎকারে রাজেশ বলেছিলেন, “পর পর যখন সব ছবি আমার মুখ থুবড়ে পড়ে তখন বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমি। ফাঁকা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে ভগবানকে বলেছিলাম, সাধারণ এক অভিনেতার সঙ্গে এ রকম করছ? আমিই ভুলেই যাব তুমি আছো। আমার কাণ্ড দেখে ডিম্পল এবং বাড়ির বাকিরা ভেবেছিলেন পাগল হয়ে গিয়েছি। ভেবেছিল সাফল্য এমন ভাবে আমার মাথার উপরে উঠে গিয়েছে, ব্যর্থতা মেনে নিতে পারছি না।” রাজেশের এমন অনেক ব্যবহারের জন্য অশান্তি ভোগ করতে হয়েছিল ডিম্পলকে। কিন্তু তার পরেও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। তবে তাঁরা আলাদাই থাকতেন। রাজেশের থেকে দূরে যাওয়ার পরে আবার নিজের অভিনয়জীবন সুন্দর ভাবে সাজান ডিম্পল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement