সানির সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড!!

সেলিব্রটি হলে কিছুটা বিড়ম্বনা তো সহ্য করতেই হয়। আর সেলিব্রটি যদি হন সানি লিওন, তাহলে যেন বিড়ম্বনা পিছু ছাড়তেই চায় না। সদ্য মু্ক্তিপ্রাপ্ত ছবি মস্তিজাদে নিয়ে বিতর্কের মাঝেই ফের এক নতুন বিড়ম্বনার শিকার সানি। তাঁর ভুয়ো ছবি ঘুরছে ইন্টারনেটে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৫
Share:

সেলিব্রটি হলে কিছুটা বিড়ম্বনা তো সহ্য করতেই হয়। আর সেলিব্রটি যদি হন সানি লিওন, তাহলে যেন বিড়ম্বনা পিছু ছাড়তেই চায় না। সদ্য মু্ক্তিপ্রাপ্ত ছবি মস্তিজাদে নিয়ে বিতর্কের মাঝেই ফের এক নতুন বিড়ম্বনার শিকার সানি। তাঁর ভুয়ো ছবি ঘুরছে ইন্টারনেটে!

Advertisement

কয়েকদিন ধরেই টুইটারে ঘোরাফেরা করছিল সানির নতুন ছবি। যা দেখে আপাত ভাবে মনে হবে ওয়ান নাইট স্ট্যান্ড বলে কোনও ছবির পোস্টার। বিচে শুয়ে রয়েছেন বিকিনি পরিহিতা সানি। পাশে বালিতে লেখা, ‘আপনি কি সানি লিওনের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড’-এ রাজি আছেন?’ সানির দাবি, এটা কোনও ছবির পোস্টার নয়। তাঁর ছবি ফোটোশপ করে এই ইঙ্তিপূর্ণ পোস্টটি বানানো হয়েছে।

যিনি এই ছবি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন প্রাক্তন পর্ন তারকা।

Advertisement

আরও পড়ুন: ‘১৮ বছর বয়স পর্যন্ত ছেলেরা পাত্তা দিত না’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement