Shaunak Sen

ক্যানসারে বাদ পড়ল কিডনির একাংশ! কেমন আছেন অস্কার মনোনয়নপ্রাপ্ত বাঙালি পরিচালক শৌনক?

ছিল না কোনও শারীরিক সমস্যা। হঠাৎই একদিন ধরা পড়ল কিডনিতে টিউমার। তার পর থেকেই দুনিয়া বদলে গেল বাঙালি পরিচালকের। এখন কেমন আছেন, জানালেন পরিচালক শৌনক সেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১২:৪৭
Share:

ক্যানসারে বাদ পড়ল কিডনির একাংশ, কেমন আছেন শৌনক সেন? ছবি: সংগৃহীত।

২০২৩ সাল, ৯৫ তম অস্কারের মঞ্চে পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’। চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা পেয়েও শেষ দৌড়ে সেরার শিরোপা হাতছাড়া হয় তাঁর। তবে শৌনকের ছবির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্কারজয়ী প্রযোজক গুনীত মোঙ্গা। গত কয়েক মাসে গুরুতর অসুস্থ শৌনক। হঠাৎই তাঁর কিডনিতে ধরা পড়ে ক্যানসার। তবে অস্ত্রোপচার হয়েছে। বাদ পড়েছে কিডনির একাংশ। এখন কেমন আছেন, নিজের হাল-হকিকত জানালেন পরিচালক।

Advertisement

২০২৪ সালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শৌনক। গত অক্টোবরে সাধারণ কিছু শারীরিক পরীক্ষা করাতে গিয়ে জানতে পারেন তাঁর কিডনিতে একটি টিউমার রয়েছে। পরে জানা যায় তা ‘ম্যালিগন্যান্ট’। সেই সময় থেকেই শুরু হয় চিকিৎসা। যদিও রোগ ধরার পর আগে পর্যন্ত কিডনি সংক্রান্ত সমস্যা, কোনও উপসর্গ ছিল না শরীরে, নিজেই জানিয়েছেন।

শৌনকের কথায়, ‘‘রোগটা ধরার পড়ার আগে পর্যন্ত শরীরে কোনও ধরেনর অসুস্থতা ছিল না। এমনকি আমার বংশানুক্রমেও ক্যানসারের কোনও ইতিহাস নেই। সে ভাবে ধূমপান বা মদ্যপানও করি না। ধরার পড়ার পরই অস্ত্রোপচারের কথা বলা হয় আমাকে। ২৬ ডিসেম্বর নেফ্রোটমি করে আমার কিডনির একাংশ বাদ দেওয়া হয়।’’ অস্ত্রোপচার সফল হয়েছে, ক্যানসার অংশ বাদ দেওয়া হয়েছে। তবে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় খুব তাড়াতাড়ি পদক্ষেপ করা গিয়েছে বলে জানান শৌনক। খানিক রসিকতা করেই তিনি বলেন, ‘‘এই সুযোগে সমাজমাধ্যম থেকে দূরে থাকার একটা ছুতো পেয়ে গিয়েছি।’’

Advertisement

যদিও গত বছর দুর্গাপুজো থেকে দীপাবলি, বড়দিন থেকে নববর্ষ— সবটাই কেটেছে হাসপাতালের বিছানায়। জীবনের কঠিন সময়ে যাঁরা পাশে থেকেছেন, যে বন্ধুরা তাঁকে সাহস জুগিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ তিনি। শৌনকের সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিলেন পরিচালক মীরা নায়ার। ছিলেন তিলোত্তমা সোমের মতো তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement