Entertainment News

মুসলমানদের আপত্তিকর ভাবে দেখানো হয়েছে, পাকিস্তানে তাই বন্ধ ‘রইস’

অনেক ঢাকঢোল পেটানো হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত ছাড়পত্র মিলল না। তাই, পাকিস্তানে আটকে গেল ‘রইস’ প্রদর্শন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৮
Share:

অনেক ঢাকঢোল পেটানো হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত ছাড়পত্র মিলল না। তাই, পাকিস্তানে আটকে গেল ‘রইস’ প্রদর্শন।

Advertisement

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ছবিগুলি পাক প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় অনুমতি মেলে গত সপ্তাহে। কাজেই রবিবার থেকে ‘কাবিল’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো ছবিগুলি দেখানো শুরু হয়। কিন্তু, সোমবারের নয়া নির্দেশে বাদ পড়ে গেল শাহরুখ-মাহিরার ওই ছবি। পাক সেন্সর বোর্ডের মতে, ওই ছবির বিষয়বস্তু আপত্তিকর। তাই ছাড়পত্র দেওয়া যাবে না। নয়া এই নির্দেশে যথেষ্ট ক্ষুব্ধ ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া। টুইট করে তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানে রইস নিষিদ্ধ? ক্ষুব্ধ! হতাশ!’

কিন্তু, কেন আটকে দেওয়া হল রইস?

Advertisement

আরও পড়ুন, মুক্তির আগেই ৫০০ কোটির ঘরে বাহুবলী ২!

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবির বিষয়বস্তু নিয়েই আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ছবিতে নাকি মুসলমানদের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। ওই ধর্মীয় গোষ্ঠীকে অসম্মান করা হয়েছে। তাদের অপরাধী এবং সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাহুল ঘনিষ্ট মহলে জানিয়েছেন, পাক বোর্ডের এ হেন সিদ্ধান্তে তাঁর কিছু বলার নেই। রইস বিশ্ব জুড়ে সাড়া ফেলেছে। সেখানে পাকিস্তানের এমন এই সিদ্ধান্ত তাঁকে হতাশ করেছে!

উরি হামলার পরে ভারত-পাক সম্পর্ক সম্প্রতি প্রায় তলানিতে চলে যায়। তারই ফলশ্রুতি হিসেবে পাক শিল্পীদের ভারতে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ‘রইস’-এর প্রচারে যেমন মাহিরা আসতে পারেননি। তবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি টিম-রইসের প্রচারে জুড়ে গিয়েছিলেন। সেখানে মাহিরা বলেছিলেন, ‘‘খুব শীঘ্রই রইস পাকিস্তানে মুক্তি পাবে। আর বিশ্বাস করুন, এখানে সকলে ওই ছবিটার জন্য অপেক্ষা করে আছে।’’ সে দিনের সেই সাংবাদিক বৈঠকে ছিলেন শাহরুখ, নওয়াজ উদ্দিন সিদ্দিকি এবং ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি।

আরও পড়ুন, বিক্রমের ‘স্পটলাইট’-এ ত্রিধা

‘রইস’ মুক্তির পর তা ও-দেশে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র চেয়ে পাক সেন্সর বোর্ডের কাছে আবেদন করে ছবিটির ডিস্ট্রিবিউটর সংস্থা। ওই ডিস্ট্রিবিউটর সংস্থার তরফে জানানো হয়েছে, সেন্সর বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও বার্তা তাদের কাছে আসেনি।

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডি ছবিগুলি পাকিস্তানে দেখানোর ছাড়পত্র মেলায় টিম-রইস বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল। সকলেই আশায় ছিলেন, রইস-ও দেখানো হবে। কিন্তু, সব আশায় জল ঢেলে দিয়েছে পাক সেন্সর বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন