আলিয়ার সঙ্গে গল্পে মজে শাহিদ, ক্ষিপ্ত পঙ্কজ!

ছেলেকে আলিয়া ভট্টের সঙ্গে কথা বলতে দেখলে রাগ করতেন বাবা! এই অভিযোগ অন্য কারও নয়, স্বয়ং ছেলেরই। সেই সেলিব্রিটি বাবা এবং ছেলে হলেন পঙ্কজ কপূর এবং শাহিদ কপূর। সম্প্রতি পরিচালক বিকাশ বহেলের পরবর্তী ছবি ‘শানদার’এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একথা জানিয়েছেন শাহিদ নিজেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

ছেলেকে আলিয়া ভট্টের সঙ্গে কথা বলতে দেখলে রাগ করতেন বাবা! এই অভিযোগ অন্য কারও নয়, স্বয়ং ছেলেরই। সেই সেলিব্রিটি বাবা এবং ছেলে হলেন পঙ্কজ কপূর এবং শাহিদ কপূর। সম্প্রতি পরিচালক বিকাশ বহেলের পরবর্তী ছবি ‘শানদার’এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একথা জানিয়েছেন শাহিদ নিজেই।

Advertisement

কিন্তু কেন শাহিদ-আলিয়াকে গল্প করতে দেখলে রেগে যেতেন পঙ্কজ? হাসতে হাসতে শাহিদের জবাব, ‘‘আলিয়ার সঙ্গে বাবার এমনিতেই ঘনিষ্ঠতা বেশি। তার উপর ছবিতেও বাবা আলিয়ার বাবার ভূমিকায় রয়েছেন।’’ শাহিদ-পঙ্কজকে একসঙ্গে এই প্রথম পর্দায় দেখবেন দর্শক। শাহিদের বোন সানাকেও একটি চরিত্রে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement