Entertainment News

বিকিনি পরে সুইমিং পুলে পরিণীতি, কোথায় গেলেন নায়িকা?

বলি সূত্রের খবর, সামনেই পরিণীতির এক বন্ধুর বিয়ে। সেই বন্ধু ব্যাচেলর পার্টির আয়োজন করেছেন কো সামুইতে। আর সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৫:৩৬
Share:

পরিণীতি চোপড়া। ছবি: টুইটার।

সুযোগ পেলেই বিদেশে লম্বা ট্যুর। এ যেন পরিণীতি চোপড়ার রুটিন হয়ে গিয়েছে। ‘নমস্তে ইংল্যান্ড’ রিলিজ করতে না করতেই ফের ছুটিতে অভিনেত্রী। আর নায়িকার ডেস্টিনেশন এ বার তাইল্যান্ডের কো সামুই দ্বীপ। কিন্তু সেখানে গিয়ে এমন ছবি পোস্ট করলেন অভিনেত্রী, যা দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন নেটপাড়ার লোকজন। বেশ কিছু ক্ষণ তাঁদের চোখ আটকেই থাকল পরিণীতির ইনস্টাগ্রাম প্রোফাইলে।

Advertisement

কী এমন আছে ছবিতে?

পরনে তাঁর বিকিনি। আর সেই পোশাকে সুইমিং পুলে ভাসছেন পরিণীতি।

Advertisement

আরও পড়ুন: ‘হাউসফুল-৪’ ছবির সেটে জুনিয়র আর্টিস্টের শ্লীলতাহানি !

যদিও অভিনেত্রীর এ হেন জলকেলি করার ছবি এই প্রথম সামনে এল এমনটা নয়। প্রায়শই সুইমিং পুল থেকে নানান ছবি শেয়ার করতে থাকেন পরিণীতি চোপড়া। বলি সূত্রের খবর, সামনেই পরিণীতির এক বন্ধুর বিয়ে। সেই বন্ধু ব্যাচেলর পার্টির আয়োজন করেছেন কো সামুইতে। আর সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন নায়িকা।

ɟɟo ɥɔʇıʍS 🧜‍♀️ #AdrikasBachelorette #PaddyWho

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

লাইক আর কমেন্টে ভরে গিয়েছে সে ছবি। নায়িকার এমন ছবিতে যেন অনেকেরই মনে পড়ে গিয়েছে নিজেদেরই হলিডে মুডের কথা। কিন্তু ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিটি তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সে কথা ভুললে চলবে? এমন কমেন্টও ভেসে এসেছে নায়িকার ছবিতে। শুধু তা-ই নয়। বিকিনি পরিহিত নায়িকাকে ট্রোলও করেছেন কেউ কেউ।

আরও পড়ুন: ‘সুরাইয়া জান’-এ ক্যাটরিনার নাচে মুগ্ধ হয়ে আমির বললেন...

তবে আর যাই হোক। পরিণীতি চোপড়া যে এখন টোটাল হলিডে মুডে রয়েছে তা একদম জলের মতো পরিষ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement