Parineeti Chopra

Parineeti Chopra: পরিণীতিকে হিংসা করছেন দিদি প্রিয়ঙ্কা! ছেদ পড়ল ২ বোনের সম্পর্কে?

প্রিয়ঙ্কার মতোই পরিণীতির বহু অনুরাগী তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেত্রীকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২২:৫৬
Share:

পরিণীতি চোপড়া এবং প্রিয়ঙ্কা চোপড়া।

তুরস্কে ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পরিণীতি চোপড়া। নীল জলের প্রেক্ষাপটে কালো স্নান পোশাক পরে গায়ে রোদ মেখে নিচ্ছিলেন অভিনেত্রী। কাঁধ ছোঁয়া চুল খুলে রেখেছিলেন তিনি। চোখ ঢেকেছিল কালো চশমায়। সেই ছবি গত বুধবার ইনস্টাগ্রামে দিয়েছেন পরিণীতি। বেড়ে গিয়েছে সহস্র অনুরাগীর হৃদস্পন্দন। ছোট বোনের এই ছবি নজর কেড়েছে দিদি প্রিয়ঙ্কা চোপড়ার। মন্তব্য বাক্সে মজা করে তিনি লিখেছেন, ‘আমার খুবই হিংসা হচ্ছে।’

Advertisement

প্রিয়ঙ্কার মতোই পরিণীতির বহু অনুরাগী তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেত্রীকে। অভিনেত্রী জানিয়েছেন, গত মার্চ মাস থেকেই দেশের বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবিতে অর্জুন কপূরের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে এই ছবি। তার আগে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এবং ‘সাইনা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement