‘পরমাণু, দ্য স্টোরি অব পোখরান’ ছবির মুক্তি পিছিয়ে গেল

অন্য দিকে জে এ এন্টারটেনমেন্ট চুক্তি শেষ করে দিয়েছে ক্রিয়ার্জ এন্টারটেনমেন্টের সঙ্গে। জনের মতে, তাঁর প্রাপ্য টাকা এখনও দেয়নি ক্রিয়ার্জ এন্টারটেনমেন্ট।

Advertisement
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০০:৩০
Share:

জন আব্রাহাম

জন আব্রাহামের জে এ এন্টারটেনমেন্টের সঙ্গে ক্রিয়ার্জ এন্টারটেনমেন্টের বচসার জেরে ‘পরমাণু, দ্য স্টোরি অব পোখরান’ ছবির মুক্তি পিছিয়ে গেল। জনের মতে, প্রেরণা অরোরা জে এ এন্টারটেনমেন্টকে না জানিয়েই তিনটি ভিন্ন রিলিজ ডেট ঘোষণা করেছেন।

Advertisement

অন্য দিকে জে এ এন্টারটেনমেন্ট চুক্তি শেষ করে দিয়েছে ক্রিয়ার্জ এন্টারটেনমেন্টের সঙ্গে। জনের মতে, তাঁর প্রাপ্য টাকা এখনও দেয়নি ক্রিয়ার্জ এন্টারটেনমেন্ট। আবার প্রেরণার কথায়, ইতিমধ্যে ৩০ কোটি টাকা জে এ এন্টারটেনমেন্টকে তাঁরা দিয়ে দিয়েছেন, যার মধ্যে দশ কোটি টাকা জনের পারিশ্রমিক। আরও পাঁচ কোটি টাকা দেওয়া বাকি আছে, যার মধ্যে দুই কোটি টাকা জনের প্রাপ্য। কিন্তু প্রেরণা জনকে অনুরোধ করেছিলেন, তাঁর দু’কোটি টাকা ছাড় দেওয়ার জন্য। কিন্তু জনের মতে, পোস্ট প্রোডাকশনের সব খরচ তাঁকে একাই টানতে হয়েছে। তাঁর প্রযোজনা সংস্থার ছেলেরা টাকা নিতে গেলে তা এড়ানো হয়েছে। ব্যাঙ্কে টাকা তুলতে গেলে ভুল ইউনিক ট্রানজ্যাকশন রেফারেন্সও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন