রাহুলের মন্তব্যের পরেই আরিয়ানের প্রেমিকা লারিসাকে কটাক্ষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরেছে কংগ্রেস। রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি ভোটচুরি করেছে। এক ব্রাজ়িলিয়ান মডেলের ছবি ব্যবহার করা হয়েছে ভোটার তালিকায় ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। রাহুলের এই অভিযোগের পরেই কটাক্ষের শিকার হচ্ছেন আরিয়ান খানের চর্চিত প্রেমিকা লারিসা বোনেসি। কিন্তু কেন?
লারিসা একজন ব্রাজ়িলিয়ান মডেল। বি-টাউনে শাহরুখ-পুত্রের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু রাহুলের অভিযোগের সঙ্গে লারিসার কী সম্পর্ক? ভোটার তালিকায় যাঁর ছবি বিভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে, সেই ব্রাজ়িলিয়ান মডেল কি আসলে আরিয়ানের প্রেমিকা? এই প্রশ্ন উঠেছে। এই সন্দেহের বশেই লারিসার উপর চ়ড়াও হন নেটাগরিক।
বুধবার কংগ্রেস নেতা অভিযোগ করেন, ওই ব্রাজ়িলিয়ান মডেলের ছবি অন্তত ২২টি নির্বাচনী বুথে দেখা গিয়েছে। সীমা, সুইটি, সরস্বতী, এমন নানা নামে দেখা গিয়েছে এক ব্রাজ়িলিয়ান মডেলের ছবি। এখানেই ধন্দে পড়েছেন নেটাগরিক। তাঁরা ভেবে বসেছেন, ওই ব্রাজ়িলিয়ান মডেলই আসলে আরিয়ানের প্রেমিকা লারিসা। তার পর থেকেই লারিসার সমাজমাধ্যমের পাতায় গিয়ে কুমন্তব্য করা হচ্ছে। অনেকেই আবার খোঁচা দিয়ে বলেছেন, “নতুন ভারতীয় পরিচয়ের জন্য আপনাকে অভিনন্দন।” একজন আবার লিখেছেন, “ব্রাজ়িলের বিজেপি ভোটার আপনি। আপনাকে অনেক অনেক স্বাগত। একটা নয়। আপনার তো একাধিক পরিচয়!”
তবে লারিসার অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। লারিসা যে আসলে সেই ব্রাজ়িলিয়ান মডেল নন, তা জানিয়েছেন তাঁরা। কিন্তু সে সব শুনতে নারাজ নেটাগরিকের একাংশ। তাই তাঁরা অনবরত লারিসাকেই আক্রমণ করছেন। এই বিতর্কে অবশ্য এখনও মুখ খোলেননি লারিসা নিজে। আরিয়ান খানও কোনও মন্তব্য করেননি এই প্রসঙ্গে।