Entertainment News

একসঙ্গে কী করছেন নীতু আর ‘পিকু’?

এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের মুখে মুখে। রণবীর কপূর আর দীপিকা পাড়ুকোন তো অতীত। রণবীরের সঙ্গে ছবি হলেও না হয় মেনে নেওয়া যেত। কিন্তু রনবীরের মা নীতু কপূর আর দীপিকা একসঙ্গে? নতুন কিছু ঘটতে চলেছে নাকি কপূর খানদানে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১০:১৩
Share:

এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের মুখে মুখে। রণবীর কপূর আর দীপিকা পাড়ুকোন তো অতীত। রণবীরের সঙ্গে ছবি হলেও না হয় মেনে নেওয়া যেত। কিন্তু রনবীরের মা নীতু কপূর আর দীপিকা একসঙ্গে? নতুন কিছু ঘটতে চলেছে নাকি কপূর খানদানে?

Advertisement

ওরা দুজন যখন একসঙ্গে ছিল, বেশ খুশি ছিলেন নীতু কপূর। ওদের দুজনের ঝামেলা গুলোও নাকি রেস্তোঁরায় বসে মিটিয়ে দিতেন। কিন্তু রণবীর আর দীপিকার সম্পর্কের ভাঙনের পর থেকে নীতু কপূর নিজেও একটু ভেঙে পড়েছিলেন। মন ভাল ছিল না তাঁর। নিজেই এই কথা মেনে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, সঞ্জয় দত্তের বায়োপিক ওজন বাড়িয়ে দিল রণবীরের

Advertisement

তবে এই ছবি নিয়ে রণবীর-দীপিকার ভক্তদের অতোটাও খুশি হওয়ার কিছু নেই। সম্প্রতি মুম্বইতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি এটি। যেখানে হাজির হয়ে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও নীতু কপূর। রনবীর আর দীপিকা দুজনেই বেশ ভাল বন্ধু এখন। তাই প্রিয় বন্ধুর মায়ের সঙ্গে অনেকদিন পর দেখায় খোলা মনে আড্ডায় মেতেছিলেন ‘পিকু’। তিনি নিজেই নীতু কপূরের সঙ্গে ছবিটি টুইটারে শেয়ার করেছেন।

দীপিকার শেয়ার করা সেই ছবি।— টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement