রাত পোহালেই বিয়ে

বিয়ে করছেন ‘হায়দার’। স‌োমবার দিল্লিতে বসেছে সঙ্গীত আর মেহন্দির আসর। রাত পোহালেই বিয়ে। শহিদ কপূরের বিয়ের কার্ডের সুন্দর স্নিগ্ধ ডিজাইন নিঃসন্দেহে চোখ জুড়িয়ে দেয়। কানাঘুঁষোয় জোর খবর, শহিদের বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁর প্রাক্তন দুই প্রেমিকা।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ১৯:৩৫
Share:

হবু দম্পতি।

বিয়ে করছেন ‘হায়দার’। স‌োমবার দিল্লিতে বসেছে সঙ্গীত আর মেহন্দির আসর। রাত পোহালেই বিয়ে। শহিদ কপূরের বিয়ের কার্ডের সুন্দর স্নিগ্ধ ডিজাইন নিঃসন্দেহে চোখ জুড়িয়ে দেয়। কানাঘুঁষোয় জোর খবর, শহিদের বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁর প্রাক্তন দুই প্রেমিকা। এক জন, করিনা কপূর খান। অন্য জন প্রিয়ঙ্কা চোপড়া। সব মিলিয়ে কেমন চলছে প্রস্তুতি? দেখে নিন এক ঝলকে।ছবি: এএফপি, গেটি ইমেজস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement