আর্শিয়ার বাড়িতে ডিম বিপত্তি

ডিম খেতে বড়ই ভালবাসে ভুতু থুড়ি আর্শিয়া মুখোপাধ্যায়। প্রাতরাশের মেনুতে টোস্টের সঙ্গে ডিমের পোচ তার ফেভারিট। কিন্তু ডিম খেতে গিয়েই বিপত্তি ঘটল তার। আর্শিয়ার মা ভাস্বতী মুখোপাধ্যায় জানালেন, ‘‘দুই মেয়ের (অদ্রিজা ও আর্শিয়া) জন্য পোচ তৈরি করব বলে একটা ডিম ভাঙতেই ডিমের কুসুম সাদা অংশের সঙ্গে মিশে গেল।

Advertisement

ঊর্মি নাথ

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০০:৩৯
Share:

আর্শিয়া মুখোপাধ্যায়

ডিম খেতে বড়ই ভালবাসে ভুতু থুড়ি আর্শিয়া মুখোপাধ্যায়। প্রাতরাশের মেনুতে টোস্টের সঙ্গে ডিমের পোচ তার ফেভারিট। কিন্তু ডিম খেতে গিয়েই বিপত্তি ঘটল তার। আর্শিয়ার মা ভাস্বতী মুখোপাধ্যায় জানালেন, ‘‘দুই মেয়ের (অদ্রিজা ও আর্শিয়া) জন্য পোচ তৈরি করব বলে একটা ডিম ভাঙতেই ডিমের কুসুম সাদা অংশের সঙ্গে মিশে গেল। ভেবেছিলাম, ঠিক মতো ভাঙতে না পারায় এরকম হয়েছে। কিন্তু পরে আর একটা ডিম ভাঙতেও একই রকম হল। ডিম ভাজা হওয়ার পর মুখে দিতেই শক্ত দানা-দানা ঠেকলো, একেবারে বিস্বাদ। তখনই মনে হল এগুলো প্লাস্টিক ডিম নয় তো! টিভিতে, কাগজ যেটার কথা শুনছি!’’ গলায় বেশ উৎকণ্ঠা আর্শিয়ার মায়ের। এক ডজন ডিম কিনেছিলেন ভাস্বতী। তার মধ্যে ১০টা ডিম সেদ্ধ করে ব্যবহার করেছেন। ১০টার মধ্যে বেশ কয়েকটা আর্শিয়া ও তাঁর দিদি খেয়েছে। সেই ডিমগুলো ঠিক ছিল তো? ধন্ধে পড়েছেন ভাস্বতী! দুশ্চিন্তা করছেন বাচ্চাদের শরীরের কথা ভেবে। প্লাস্টিক ডিম না পচা ডিম, এ তর্কে না গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ডিম নিয়ে সমস্যা না মেটা অবধি ঘরে ডিম বন্ধ। ডিম বিপত্তি অবশ্য আর্শিয়াকে সেভাবে ছুঁতে পারেনি। বরং কিছুটা মজাই পেয়েছে যেন সে। আর্শিয়ার এখন একটাই কথা, ‘‘জানো আমাদের বাড়িতে প্লাস্টিক ডিম পাওয়া গিয়েছে।’’ সাধের পোচ খাওয়া বন্ধ হয়ে গেল যে, এবার কী হবে? ‘‘কী আবার হবে? খাব না।’’ পরিণত উত্তর। তাতে মন খারাপ হবে না? ‘‘হবে একটু। তবে চিকেন, চকোলেট দিয়ে ডিমের অভাবটা মিটিয়ে নেব।’’ এক গাল হেসে বলল ছোট্ট এই মেয়ে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন