Deepika Padukone

প্রভাসের ‘না’ দীপিকাকে

‘দ্য প্যালেস অফ ইলিউশনস’ উপন্যাসকে বড় পর্দায় নিয়ে আসার কথা ভাবছেন নায়িকা।

Advertisement

দীক্ষা দত্ত

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০১:২১
Share:

দীপিকা-প্রভাস

তাঁর শেষ ছবি ‘ছপাক’-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলেছিলেন দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে তেমন সাফল্যের মুখ না দেখলেও প্রশংসিত হয়েছিল দীপিকার কাজ। প্রযোজনায় আর এক ধাপ এগোতে এ বার একটি পিরিয়ড হিন্দি ছবি নির্মাণের পরিকল্পনা করছেন দীপিকা। চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকারুণির লেখা ‘দ্য প্যালেস অফ ইলিউশনস’ উপন্যাসকে বড় পর্দায় নিয়ে আসার কথা ভাবছেন নায়িকা। যে উপন্যাসে মহাভারতের কাহিনিকে ধরা হয়েছে দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি থেকে। দীপিকা দ্রৌপদীর চরিত্রে থাকবেন, তা এক প্রকার নিশ্চিত। অন্য দিকে, কৃষ্ণের চরিত্রের জন্য হৃতিক রোশন এবং দুর্যোধনের চরিত্রে ভাবা হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তবে শোনা যাচ্ছে, প্রথমে রাজি হলেও পরে এই প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন প্রভাস। তবে নির্মাতারা প্রভাসের পরিবর্তে অন্য কোনও দক্ষিণী নায়ককেই কাস্ট করতে চান দুর্যোধনের চরিত্রে। চলছে তার খোঁজ। এই প্রজেক্টটি ছাড়াও দীপিকার হাতে পরপর কয়েকটি ছবি রয়েছে, যার মধ্যে শকুন বত্রার একটি ছবি, ‘দি ইনটার্ন’-এর হিন্দি রিমেক। ঋষি কপূর প্রয়াত হওয়ায় ‘দি ইনটার্ন’-এর রিমেকের প্রজেক্টটি আপাতত স্থগিত রয়েছে।

Advertisement

আরও পড়ুন: কর্ণকে ‘মুভি মাফিয়া’ বলেন কঙ্গনা, মুখের উপর অভিযোগ করেন নতুনদের কাজ করতে না

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement