Entertainment News

১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সইফ-প্রীতি!

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে একেবারেই গম্ভীর কোনও বিষয় নয়। বরং মজা করেই নাকি রিহার্সালের সময় এক অপরকে মেরে ফেলতে গিয়েছিলেন তিনি!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৩
Share:

সইফ আলি খান এবং প্রীতি জিন্টা।

‘সালাম নমস্তে’ ছবিটার কথা মনে পড়ে? ১৩ বছর আগে অর্থাত্ ২০০৫-এর ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পাশাপাশি সইফ আলি খান এবং প্রীতি জিন্টার জুটি পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবির সেটেই নাকি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন প্রীতি-সইফ! এত বছর পর প্রকাশ্যে এ কথা শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে একেবারেই গম্ভীর কোনও বিষয় নয়। বরং মজা করেই নাকি রিহার্সালের সময় এক অপরকে মেরে ফেলতে গিয়েছিলেন তিনি!

প্রীতি লিখেছেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে আমরা এত ঝগড়া, মারপিট করতাম যে টিমের বাকিরা বুঝতেই পারত না, আমরা রিহার্সাল করছি, নাকি একে অপরকে মেরে ফেলতে চাইছি...। আই মিস ইউ সইফ।’

Advertisement

আরও পড়ুন, ‘রং নম্বর’-এর ফাঁদে সায়নী-সৌরভ

ছবির গল্প অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে ছিলেন প্রীতি এবং সইফ। তাঁদের চরিত্রের নাম ছিল অম্বর এবং নিখিল।

শুধু ‘সালাম নমস্তে’ নয়। ‘কাল হো না হো’, ‘কেয়া কহেনা’, ‘দিল চাহাতা হ্যায়’-এর মতো জনপ্রিয় ছবিতেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই দুই তারকা।

Awwww !!! We had so much fun on this film it was insane. Saif and I fought so much on and off camera that the crew didn’t know if we were rehearsing our lines or really wanting to kill each other 🤩 I miss Saif! 😘 #13YearsOfSalaamNamaste #SaifAliKhan #Nick #Amber #Ting!

A post shared by Preity G Zinta (@realpz) on

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন