সলমনকে ভয় পেতেন প্রীতি?

এখন তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কেরিয়ারের শুরুতে ব্যাপারটা মোটেই তেমন ছিল না। সলমন খানকে বেশ ভয়ই পেতেন প্রীতি জিন্টা। এত দিন পর টুইটারে এ কথা স্বীকার করেছে নায়িকা। তাঁর কথায়, ‘‘সলমন একমাত্র নায়ক যার সঙ্গে অভিনয় করার আগে বেশ ভয়ই পেতাম।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

এখন তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কেরিয়ারের শুরুতে ব্যাপারটা মোটেই তেমন ছিল না। সলমন খানকে বেশ ভয়ই পেতেন প্রীতি জিন্টা। এত দিন পর টুইটারে এ কথা স্বীকার করেছে নায়িকা। তাঁর কথায়, ‘‘সলমন একমাত্র নায়ক যার সঙ্গে অভিনয় করার আগে বেশ ভয়ই পেতাম।’’

Advertisement

১৭ বছরের বলিউড কেরিয়ারে সলমনের সঙ্গে পাঁচটি ছবি করেছেন প্রীতি। তবে পরে দেখেছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং সলমন একজন অতি ভদ্র এবং লাজুক প্রকৃতির মানুষ।

অন্যদিকে, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভাল রসায়নের কথাও শেয়ার করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘‘আমার সহ তারকাদের মধ্যে সেরার পুরস্কার পাবে রানি। ওর সঙ্গে কাজ করতে সত্যিই খুব ভাল লাগে।’’ ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘হর দিল জো পেয়ার করেগা’, ‘বীর জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রীতি এবং রানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement