বিগ বস হলেন প্রিন্স নারুলা

রিয়্যালিটি শো বিগ বস জিতলেন রোডিজ এবং সপ্লিট্সভিলা খ্যাত প্রিন্স নারুলা। ঋষভ সিংহ, মনদানা করিমি এবং রোসেল রাওকে হারিয়ে নবম সিজনের এই ট্রফি জিতলেন প্রিন্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ০৯:৫৪
Share:

ট্রফি হাতে প্রিন্স নারুলা। ছবি: টুইটার।

রিয়্যালিটি শো বিগ বস জিতলেন রোডিজ এবং সপ্লিট্সভিলা খ্যাত প্রিন্স নারুলা।

Advertisement

ঋষভ সিংহ, মনদানা করিমি এবং রোসেল রাওকে হারিয়ে নবম সিজনের এই ট্রফি জিতলেন প্রিন্স। ট্রফির পাশাপাশি ৩৫ লাখ টাকার পুরস্কার মূল্য জেতেন প্রিন্স। সঞ্চালক সলমন খানের পাশাপাশি গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কইফ এবং আদিত্য রায় কপূর। জয়ী প্রিন্সের হাতে বিগ বসের পুরস্কার তুলে দেন ক্যাটরিনা এবং আদিত্য।

বিগ বসের মঞ্চে নতুন নয় ক্যাটরিনা। এর আগেও ২০১০ সালে বিগ বসের চতুর্থ সিজনেও উপস্থিত ছিলেন তিনি। ক্যাটরিনা এবং আদিত্য তাঁদের আগামী ছবি ফিতুরের প্রচারের জন্য বিগ বসের মঞ্চকেই বেছে নেন। ফিতুরের রোম্যান্টিক গান ‘পশমিনা’-র তালে নাচতে দেখা যায় ক্যাটরিনা এবং আদিত্যকে।

Advertisement

গ্র্যান্ড ফিনালেতে ফাইনালিস্টরা ছাড়াও উপস্থিত ছিলেন কিশওয়ার মার্চেন্ট, সুয়াশ রাই, অমন বর্মা, নোরা ফতেহি, প্রিয়া মালিক, জিসেল ঠকরাল এবং যুবিকা চৌধুরি।

এই সংক্রান্ত আরও খবর...

• দেখুন বিগ বসের গ্র্যান্ড ফিনালে

• বিগ বসের ঘরে অতিথি কারা?

• বিগ বসের অন্দরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement