Priyanka Chopra

আর্থিক অনটনে দিন কাটছে প্রিয়ঙ্কার স্বামী-ভাসুরদের! কী এমন হল ‘জোনাস ব্রার্দাস’-এর সঙ্গে?

বিয়ের পর থেকেই বিদেশে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। যথেষ্ট সফল অভিনয়জীবন অভিনেত্রীর। কিন্তু, তাঁর স্বামীর জীবনে নাকি দুঃসময়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৬:৪৮
Share:

প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস কি অর্থকষ্টে রয়েছেন? ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস ও তাঁর দুই ভাই জো জোনাস ও কেভিন জোনাসের সময়টা ভাল যাচ্ছে না। তিন ভাই পেশায় গায়ক। আমেরিকার পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’-এর বেশ নামডাকও রয়েছে। সেই ব্যান্ড নাকি ভেঙে যাচ্ছে শীঘ্রই। নেপথ্যে কারণ নাকি টাকাপয়সা নিয়ে সমস্যা!

Advertisement

এই প্রথম নয়, আগেও একবার ব্যান্ড ভেঙে যায়। সে বার, নিক ব্যান্ড ছেড়ে বেরিয়ে যান। ফের দুই ভাইয়ের সঙ্গে যোগ দেন তিনি। বিংশ শতাব্দীতে তৈরি এই ব্যান্ড একসময় প্রচুর জনপ্রিয়তা পায়। এখনও আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে অনুষ্ঠান করেন তাঁরা। কিন্তু সম্প্রতি দেখা যায়, কোনও শো নেই তাঁদের। গত কয়েক মাস ধরে আর্থিক অনটন চলছে তাঁদের। অনেকেই দাবি করেছেন, ‘‘এই ব্যান্ড ক্রমশ গরিব হচ্ছে।’’ যদিও এই তথ্য মানতে নারাজ অনুরাগীরা। ‘জোনাস ব্রাদার্স’-এর অনুরাগীরা দাবি করেন, তাঁরা মোটেও গরিব নন। কিশোর বয়সেই এই তিন ভাই যে ধরনের গান তৈরি করেছেন, তার পর কেউ গরিব থাকতে পারেন না। যদিও বর্তমানে ব্যান্ডের অবস্থা ভাল নয়, তাঁদের আরও বেশি পরিশ্রম করতে হবে বলেই ধারণা তাঁদের অনুরাগীদের। স্বামীর প্রায় প্রতিটা শোয়েই উপস্থিত থাকার চেষ্টা করেন প্রিয়ঙ্কা। সঙ্গে থাকেন তাঁদের মেয়েও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement