Priyanka Chopra

মুম্বইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়ঙ্কা, বলিউড ছাড়ছেন কি অভিনেত্রী?

ভারতে একাধিক সম্পত্তি বিক্রি করছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। অভিনেত্রীর পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৬:১৫
Share:

অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে। মুম্বইয়ে প্রিয়ঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Advertisement

৩ মার্চ প্রিয়ঙ্কা তাঁর ফ্ল্যাটগুলি বিক্রি করেছেন বলে খবর। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলি কিনেছিলেন প্রিয়ঙ্কা। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে সেগুলি। ২০২৪ সালে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া পুণেতে একটি বাংলো লিজ় নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া ২ লক্ষ টাকা।

অন্য দিকে, এর আগেও মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়ঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল প্রিয়ঙ্কার। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন অভিনেত্রী। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

Advertisement

এ দিকে মুম্বইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়ঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন? ২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়ঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর পর এখনও পর্যন্ত কোনও হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement