কল্পনা চাওলার চরিত্রে প্রিয়ঙ্কা?

তা’হলে কি সত্যিই কল্পনা চাওলার ভূমিকায় পরদায় আসতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া? ২০০৩ সালে ভারতের প্রথম মহিলা নভশ্চর কল্পনা মারা যান মহাকাশ অভিযানেই। তাঁর সঙ্গেই মৃত্যু হয় তাঁর ছ’জন সহকর্মীর।

Advertisement
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০০:৩৫
Share:

তা’হলে কি সত্যিই কল্পনা চাওলার ভূমিকায় পরদায় আসতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া? ২০০৩ সালে ভারতের প্রথম মহিলা নভশ্চর কল্পনা মারা যান মহাকাশ অভিযানেই। তাঁর সঙ্গেই মৃত্যু হয় তাঁর ছ’জন সহকর্মীর। কল্পনার বায়োপিক করছেন বলিউডে প্রথম ছবি করতে আসা পরিচালক প্রিয়া মিশ্র। কল্পনার ভূমিকায় তাঁর প্রথম পছন্দ প্রিয়ঙ্কাকে। কিন্তু দু’তরফে এখনও পাকা চুক্তি হয়নি। আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র কাজের মাঝে প্রিয়ঙ্কা দেশে ফেরা মাত্র তাই শোরগোল, ছবির কল্পনা তবে কে? প্রিয়ঙ্কার টিম নাকি ছবির স্ক্রিপ্ট ‘লক’ করেছে, তাতে সন্দেহ আরও বেড়েছে। এ নিয়ে প্রিয়ঙ্কার তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রিয়া সাত বছর ধরে ছবিটির পিছনে পড়ে আছেন। কল্পনার বাবা-মা’র সঙ্গেও যোগাযোগ রাখছেন। আপাতত ভারতে ছুটি কাটাবেন প্রিয়ঙ্কা। ক’দিন পর তাঁর প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’-এর প্রচারে লস এঞ্জেলেস ফিরে যাওয়ার কথা। তার মধ্যেই কি প্রিয়া-প্রিয়ঙ্কা রফা পাকা হবে? এ দিকে কানাঘুষো, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরের ছবির নায়িকাও নাকি তিনিই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement