Shyamsundar Dey Has been Arrested From Kolkata

অভিনেত্রী পূজার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ, কলকাতায় মুম্বই পুলিশের হাতে ধৃত প্রযোজক শ্যামসুন্দর

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, কলকাতা পুলিশের সহযোগিতায় প্রযোজককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫
Share:

প্রযোজক শ্যামসুন্দর দে গ্রেফতার পূজা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে। ছবি : সংগৃহীত।

কয়েক মাস আগে যে প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, শনিবার সেই শ্যামসুন্দর দে গ্রেফতার হলেন। খবর, শনিবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। দেবীপক্ষ শুরুর মুখে স্বস্তিতে অভিনেত্রী।

Advertisement

গ্রেফতারের খবর পাওয়ার পরেই আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল পূজার সঙ্গে। তিনি বলেন, ‘‘মাস তিনেক আগে বিষয়টি নিয়ে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। অবশেষে অভিযুক্ত গ্রেফতার হল।’’ তিনি এও জানান, মুম্বই পুলিশ কলকাতায় এসেছিল। আইনি প্রক্রিয়া মেনে কলকাতা পুলিশের সহায়তায় তারা গ্রেফতার করে শ্যামসুন্দরকে।

মাস দুই আগে পূজার একটি ভিডিয়ো-বার্তায় নড়েচড়ে বসেছিলেন সবাই। নাম না করে বলিউড-টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অভিযোগ করে বলেছিলেন, ‘‘অনেক দিনের পুরনো এক বন্ধু আমাদের সর্বস্বান্ত করেছেন। আর্থিক ভাবে সব কেড়ে নিয়েছেন। আমরা ওঁকে অন্ধ ভাবে বিশ্বাস করেছিলাম।’’

Advertisement

এর পরেই অভিযুক্ত প্রযোজকের স্ত্রী সমাজমাধ্যমে পাল্টা অভিযোগ করে জানান, গোয়ায় নিয়ে গিয়ে পূজা তাঁর স্বামীকে আর্থিক প্রতারণা করেছেন। মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। শ্যামসুন্দর গোয়া প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেন বলে তাঁর স্ত্রী জানান। সেই সময় সমস্ত দায় তিনি চাপিয়ে দেন অভিনেত্রী আর তাঁর স্বামীর উপরে।

পূজা এ দিন আরও বলেন, ‘‘আইনের উপর ভরসা ছিলই। আর যে ন্যায়ের পথে থাকে তার পাশে ঈশ্বর থাকেন। আশা, এ বার সব অন্যায়ের প্রতিকার হবে।’’ অভিযুক্তের কী শাস্তি চান তিনি? অভিনেত্রী জানিয়েছেন, তিনি কারও ক্ষতি হোক চান না। যা আর্থিক ক্ষতি হয়েছে, সেটা পূরণ হলেই তিনি খুশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement