এই মেয়ে কি পাকিস্তানের পুনম পাণ্ডে?

বিরাটের জন্যও প্রেম নেহাত কম নয় এই পাক মডেল কান্দিল বালোচের। এতটাই যে, বিরাটের হয়ে অর্ধনগ্ন হয়ে নাচলেন তিনি। নাচলেন এবং সেই ভিডিও পোস্টও করলেন ইউটিউবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৫:৫২
Share:

আফ্রিদি নাকি ছিলেন তাঁর প্রাক্তন স্বপ্নপুরুষ। আর দু’দিন যেতে না যেতেই আফ্রিদি আউট, তাঁর এখনকার স্বপ্নপুরুষ বিরাট কোহলি। আফ্রিদির প্রতি প্রেম বোঝাতে তিনি সম্পূর্ণ নগ্ন হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন। বিরাটের জন্যও প্রেম নেহাত কম নয় এই পাক মডেল কান্দিল বালোচের। এতটাই যে, বিরাটের জন্য অর্ধনগ্ন হয়ে নাচলেন তিনি। নাচলেন এবং সেই ভিডিও পোস্টও করলেন ইউটিউবে। কান্দিলের ছোড়া বোমা কি কখনও নিষ্ক্রিয় থাকতে পারে! মুহূর্তেই বিস্ফোরণ ঘটিয়েছে নেট দুনিয়ায়। কান্দিলের পোস্ট করা এই ভিডিওই এখন ভাইরাল।

Advertisement

আরও পড়ুন:

আফ্রিদিকে ছেড়ে বিরাটের প্রেমে কান্দিল!

Advertisement

পুনশ্চ পুনম, শরীর কথা বলে তাঁর

গত ১৯ তারিখ ভারত-পাক ম্যাচের আগে পর্যন্ত আফ্রিদি ছিলেন এই পাক মডেলের প্রেম। পাকিস্তান ম্যাচ জিতলে আফ্রিদির জন্য তিনি নগ্ন হয়ে নাচবেন বলেছিলেন। আর ম্যাচ হারলে আগামী ১ বছর নাকি শুধুমাত্র বোরখা পরেই কাটাবেন। কিন্তু মনে এত প্রেম নিয়ে কি আর বোরখা পরা যায়! পাকিস্তান ম্যাচ হারল ঠিকই। তবে বিরাটের খেলা তাঁকে আবার নতুন করে প্রেমে পড়তে বাধ্য করল। আফ্রিদিকে ছেড়ে বিরাটে মন মজে কান্দিলের। টুইটারে বিরাটকে নিয়ে স্ট্যাটাস লেখেন, ‘বিরাট বেবি, অনুষ্কা শর্মাই কেন?...ফিলিং ইন লভ।’

তাঁর এই ঘনঘন ভোলবদল দেখে অবশ্য ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, সবটাই আসলে কান্দিলের পাবলিসিটি স্টান্ট! তাঁর কাজকর্ম দেখে বলাই বাহুল্য ইনিও বোধহয় আরও এক পুনম পাণ্ডে। তবে পাকিস্তানের।

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সেই কান্দিলের সেই নাচের ভিডিও:

ইউটিউবের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement