Madan Mitra

Maya: ‘মায়া’র শ্যুট শেষে ঘরোয়া আড্ডায় মদন-রাজর্ষি! জানালেন, দাদার বায়োপিক বানাতে চাই

রাজর্ষির নতুন ছবি ‘মায়া’-র শ্যুটে অনেক সাহায্য করেছেন মদন মিত্র। আউটডোর শ্যুটে এসে লাইভও হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ২০:৪৩
Share:

মদন মিত্র-রাজর্ষি দে

পরমব্রত চট্টোপাধ্যায়ের মতোই পরিচালক রাজর্ষি দে-ও কি শাসকদল ঘনিষ্ঠ হচ্ছেন? বৃহস্পতিবার তাঁর বাড়িতে কামারহাটির বিধায়ক মদন মিত্র এসেছিলেন। সেই ছবি পরিচালক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভাগ করে নেন। ছবি বলছে, ঘরোয়া আড্ডায় মেতেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে পরিচালকের স্পষ্ট জবাব, ‘‘আমি ডানলপের বাসিন্দা। মদন মিত্র আমার অঞ্চলের বিধায়ক। ওঁর সঙ্গে আমার দীর্ঘ দিনের ওঠাবসা। সেই সূত্রে এর আগেও বাড়িতে এসেছেন। এখানে রাজনীতির কোনও গন্ধ নেই।’’ এ বার কী কারণে পরিচালকের বাড়িতে তিনি? রাজর্ষির কথায়, তুমুল বৃষ্টিতে বানভাসি ডানলপ। অঞ্চলের জল সরানোর কাজের তদারকি করতেই এসেছিলেন বিধায়ক। পূর্ব ঘনিষ্ঠতার কারণে পরিচালক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। রাজর্ষির বাড়িতে কিছুক্ষণ বিশ্রামও নেন শাসকদলের প্রাক্তন মন্ত্রী।

পরিচালক আরও জানান, তাঁর নতুন ছবি ‘মায়া’-র শ্যুটে অনেক সাহায্য করেছেন কামারহাটির বিধায়ক। কী রকম? ‘‘ডানলপের অনেক প্রত্যন্ত জায়গায় আমরা শ্যুট করেছি। যেমন, বালি জুট মিলের ওয়ার্কাস কলোনিতে শ্যুটিং হয়েছে। শ্যুটিং হয়েছে জেটিয়াবাড়িতেও। সব জায়গায় শ্যুটের ব্যবস্থা করে দিয়েছেন মদনদা।’’ শুধু ব্যবস্থা করে দেওয়া নয়, আউটডোর শ্যুটেও এসেছিলেন বিধায়ক। জেটিয়াবাড়ি থেকে লাইভ সম্প্রচারও করেন।

Advertisement

রাজর্ষি-মদন

শুক্রবার ‘মায়া’-র শ্যুটিং শেষ হয়েছে। এই ছবি দিয়েই টলিউডে পা রাখলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ঘরনি রফিয়াত রশিদ মিথিলা। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকের ছায়ায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির প্রযোজনায় গানবাজনা মিউজিক গ্যারাজ স্টুডিয়ো-র কর্ণধার। সুষ্ঠু ভাবে ছবির কাজ শেষ হওয়ার জন্যও পরিচালক কৃতজ্ঞ বিধায়কের কাছে। একই ভাবে, রাজর্ষির নতুন ছবির আগাম সাফল্য কামনা করেছেন মদন মিত্র।

তবে আড্ডা শুধু মুখে হয়নি। রাজর্ষি জানিয়েছেন, ‘‘মদনদা কড়া ডায়েটে আছেন। নিয়মিত জিম করছেন। তাই আমাদের আড্ডায় ছিল মোমো।’’ হঠাৎ এত বিধিনিষেধ! অভিনয়ে আসছেন মদন মিত্র? এ বার কি পর্দায় শোনা যাবে তাঁর বিখ্যাত সংলাপ ‘ওহ লাভলি’? পরিচালকের দাবি, সুস্থ থাকার জন্যই এত নিয়ম মানছেন বিধায়ক। পাশাপাশি এও জানিয়েছেন, তাঁর ছবি ডার্ক থ্রিলার না হলে ‘মায়া’-তেই দেখা যেত মদন মিত্রকে। তার পরেই ফাঁস করেছেন মনের কথা, ‘‘দাদার বায়োপিক বানানোর খুব ইচ্ছে। প্রচুর রং, স্তর রয়েছে ওঁর জীবনে। বলিউডের ‘সরকার’ বা তামিল ছবি ‘গড ফাদার’-এর মতো।’’ সেই ছবিতে মদন মিত্রকে জীবন্ত করবেন টলিউডের কোনও প্রথম সারির অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন