Entertainment News

হটপ্যান্টে রচনা! নায়িকাকে এই লুকে আগে দেখেছেন?

এই মুহূর্তে টেলিভিশনের জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সৌজন্যে প্রতি ঘরে ধরে দর্শক চেনেন রচনাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ১৮:২৬
Share:

রচনার শেয়ার করা সেই ছবি।— নায়িকার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনে ইতিহাসে উল্লেখযোগ্য নাম। বহু হিট ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন তিনি। তাঁকে নানা লুকে অনস্ক্রিন দেখেছেন দর্শক। কিন্তু এ বার সোশ্যাল মিডিয়ায় নিজেই বোল্ড লুকের ছবি শেয়ার করেছেন।

Advertisement

এই মুহূর্তে টেলিভিশনের জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সৌজন্যে প্রতি ঘরে ধরে দর্শক চেনেন রচনাকে। শাড়ি পরেই ওই শো-এ দেখা যায় নায়িকাকে। সেই লুক একেবারে চেঞ্জ। নীল হল্টার নেক টপ এবং হটপ্যান্টে এ যেন অন্য রচনা। তাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। সেখান থেকেই এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

বেড়াতে ভালবাসেন রচনা। কাজের ফাঁকে সময় পেলেই বেরিয়ে পড়েন। বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলুগু— ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন রচনা। বক্স অফিসে হিট হয়েছে তাঁর বহু কর্মাশিয়াল ছবি। কিন্তু আপাতত ফোকাসে টেলিভিশন। ভাল চিত্রনাট্যের অফার পেলে ফের সিনেমায় অভিনয় করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন, ‘বিষের ধোঁয়ায়’ অচেনা প্রিয়ঙ্কাকে দেখুন ‘ব্যোমকেশ গোত্র’-এ

Need to say anything???😷😷😷😷 I think my friends and pics says everything...😝😝😝

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement