‘দক্ষিণী স্টার আমার পায়ে সুড়সুড়ি দিতেই চড় মেরেছিলাম’

বরাবরই স্পষ্টবক্তা হিসেবে ‘বদনাম’ রয়েছে রাধিকা আপ্তের। সম্প্রতি একটি চ্যাট শোয়ে এসে ফের প্রমাণ করলেন, স্পষ্ট কথা বলতে তাঁর কষ্ট নেই!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০০:০০
Share:

রাধিকা

বরাবরই স্পষ্টবক্তা হিসেবে ‘বদনাম’ রয়েছে রাধিকা আপ্তের। সম্প্রতি একটি চ্যাট শোয়ে এসে ফের প্রমাণ করলেন, স্পষ্ট কথা বলতে তাঁর কষ্ট নেই!

Advertisement

সুশান্ত সিংহ রাজপুত কেমন অভিনেতা— সেই প্রশ্নের উত্তরে রাধিকা বলেন, ‘‘ওভাররেটেড অ্যাক্টর!’’ রাধিকা আরও বলেছেন, রামগোপাল বর্মার উচিত ছবি পরিচালনা বন্ধ করে দেওয়া। ‘‘উনি তো অনেক ভাল ভাল ছবি বানিয়ে ফেলেছেন। একটা সময়ের পর তো থামাই উচিত!’’ মন্তব্য রাধিকার।

রাধিকা মুখ খুলেছেন দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি নিয়েও। জানিয়েছেন, সেখানকার একটা ছবি করতে গিয়ে অভিনেতার সঙ্গে খারাপ অভিজ্ঞতা হয়েছিল তাঁর। ‘‘উনি দক্ষিণী ছবির বড় স্টার। প্রথম দিনই দেখলাম, আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছেন উনি! খেপে গিয়ে এক চড় বসিয়ে দিয়েছিলাম ওঁর গালে!’’ সঙ্গে বলেছেন, ‘‘এই ঘটনাগুলো লুকিয়ে রাখতে নেই। সব সময় খোলাখুলি বলা উচিত। নিজের অভিজ্ঞতা তো সব সময় বলি। অন্যদেরটা নেহাত আমার বলা উচিত নয় বলে...’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement