ফতোয়া বিতর্ক উড়িয়েই কাজে ফিরলেন রহমান

হজরত মহম্মদের ওপর একটি ছবিতে সুর দিয়ে কয়েক দিন আগেই একটি মুসলিম সংগঠনের ফতোয়ার মুখে পড়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৭
Share:

হজরত মহম্মদের ওপর একটি ছবিতে সুর দিয়ে কয়েক দিন আগেই একটি মুসলিম সংগঠনের ফতোয়ার মুখে পড়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান।

Advertisement

মুসলিম মৌলবাদীদের এই ফতোয়াকে কেন্দ্র করে দেশ যখন বিতর্কে তোলপাড়, ঠিক সে সময়েই ‘ঘর ওয়াপসি’র ডাক দিয়ে পাল্টা মৌলবাদী হুঙ্কার ছেড়েছিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। দুই মৌলবাদী শিবিরের বক্তব্য নিয়ে যখন সরগরম রাজনৈতিক, সামাজিক মহল, তখন একমাত্র যিনি নির্বিকার থেকেছেন, তাঁর নাম এ আর রহমান। একবারই শুধু বলেছিলেন, কোনও ফতেয়া মানেন না, কারণ তিনি কোনও অন্যায় কাজ করেছেন বলে মনে করেন না।

সব বিতর্ককে পিছনে ফেলে রেখেই ফের কাজে ফিরলেন রহমান। টুইটারে তিনি লিখেছেন, ‘‘তামাশাতে আমি ফের কাজ করছি। ছবিটার সাউন্ড ট্র্যাক তৈরি। এখন মিক্সিং করছি।’’ তাঁর বিরুদ্ধে মুসলিম সংগঠনের ফতোয়ার সময় যাঁরা তাঁর পাশে ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ দিয়েছেন রহমান। তিনি লিখেছেন, ‘‘আমার সেই সব সহকর্মী, বন্ধু এবং সাংবাদিকদের ধন্যবাদ, যাঁরা গত কয়েক দিন ধরে আমার পাশে ছিলেন। আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন।’’ পরিচালক ‘তামাশা’র হাত ধরে ফের বলিউডে রহমান ম্যাজিক ফিরবে বলে আশা করছেন তাঁর ভক্তরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement