Entertainment News

বাংলা ছবির টানে কলকাতা ফিরছেন রাইমা

বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। টলিউডে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। কিন্তু ভাল অফারের হাতছানিতে পাড়ি দিয়েছিলেন মুম্বই। ‘বলিউড ডায়েরিজ’-এর পর ফের ‘২০০৬ বারাণসী’ ছবিতে দেখা যাবে রাইমা সেনকে। কিন্তু আবার ঘরে ফিরছেন তিনি। ফিরছেন ভাল বাংলা ছবির টানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৭
Share:

বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। টলিউডে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। কিন্তু ভাল অফারের হাতছানিতে পাড়ি দিয়েছিলেন মুম্বই। ‘বলিউড ডায়েরিজ’-এর পর ফের ‘২০০৬ বারাণসী’ ছবিতে দেখা যাবে রাইমা সেনকে। কিন্তু আবার ঘরে ফিরছেন তিনি। ফিরছেন ভাল বাংলা ছবির টানে।

Advertisement

আরও পড়ুন, জন্মদিনে অঙ্কুশকে কী বার্তা দিলেন তাঁর প্রেমিকা?

রাইমা জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এমন চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। তাঁর কথায়, “ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিল। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমি প্রধান ভূমিকায় অভিনয় করছি। এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি। বলিউড বা টলিউড সব জায়গাতেই ভাল ছবি করতে চেয়েছি আমি। আর এখন বলিউডে নানা রকম কাজ হচ্ছে। আর মেনস্ট্রিম ঘরানার সঙ্গেও আমার কোনও বিরোধ নেই। ফলে আরও ভাল সুযোগ পাব বলে আশা করছি।”

Advertisement

আরও পড়ুন, ভ্যালেন্টাইনের হাত ধরে মধ্যরাতে হাঁটলেন শাহরুখ!

প্রয়াত অভিনেতা ওম পুরীর সঙ্গে এই ছবিতে তাঁর কোনও দৃশ্য নেই। তা নিয়ে রাইমার আক্ষেপ রয়েছে। ‘২০০৬ বারাণসী’ পরিচালনা করেছেন আর্যমান কেশু। রাইমা ছাড়াও এতে রয়েছেন রাহুল দেব, রবি কিষণ। সব কিছু ঠিক থাকলে চলতি বছর এপ্রিল-মে মাস নাগাদ মুক্তি পাবে ছবিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন