moonmoon sen

Raima Sen: মা মুনমুন সেনের কোলে ছোট্ট রাইমা, পুরনো ছবি ঘিরে স্মৃতিমেদুর অভিনেত্রী?

রাইমা সেনের দিদা সুচিত্রা সেন। অনুরাগীদের মতে, দিদার সঙ্গে রাইমার মুখের আদলে অনেকটাই মিল। অনেকেই তাঁর মধ্যে সুচিত্রার ছায়া দেখতে পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৬:৪৯
Share:

মুনমুন সেন এবং রাইমা সেন।

মঙ্গলবার ছেলেবেলায় ফিরে গেলেন অভিনেত্রী রাইমা সেন। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বোন রিয়া সেন আর মা মুনমুন সেনের সঙ্গে তোলা ছোটবেলার ছবির ঝলক। স্টোরি বলছে, মায়ের কোলে ২ বোন রিয়া আর রাইমা। মুনমুন তাঁর বড় মেয়ে রাইমাকে আদরে ভরিয়ে দিচ্ছেন।

Advertisement

রাইমা সেনের দিদা সুচিত্রা সেন। অনুরাগীদের মতে, দিদার সঙ্গে রাইমার মুখের আদলে অনেকটাই মিল। অনেকেই তাঁর মধ্যে সুচিত্রার ছায়া দেখতে পান। তাই রাইমা নিজের সামাজিক পাতায় কোনও ছবি দিলে সেই ছবি দেখতে নেটমাধ্যমে ভিড় জমান অসংখ্য অনুরাগী। সাধারণত সপ্তাহের শেষে এই ধরনের পুরনো ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকারা। ছবির মাধ্যমে স্মৃতি ছড়িয়ে দেন সামাজিক পাতায়। এ বিষয়েও রাইমা সম্ভবত ব্যতিক্রম। আচমকাই তিনি ফিরে দেখলেন তাঁর অতীতকে।

রাইমার ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement