bengali web series

খুনের রহস্যে জড়িয়ে নাজেহাল পর্দার সাংবাদিক! ‘কাটাকুটি’ খেলায় অমৃতা-শাওনের সঙ্গী কে?

রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ বেশ মনে ধরেছিল দর্শকের। এ বার আসতে চলেছে ‘কাটাকুটি ২’। মুখ্য চরিত্রে দেখা যাবে কাদের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৩
Share:

(বাঁ দিক থেকে) রাজা চন্দ, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বাংলা সিনেমার সিক্যুয়েল তৈরি হয় প্রায়ই। ওয়েব সিরিজ়ও বাদ যায় না। আর প্রথম সিজ়ন যদি দর্শকের পছন্দ হয়, তা হলে দ্বিতীয় সিজ়নের অপেক্ষা তো থাকবেই। রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ পছন্দ করেছিলেন দর্শক। এ বার আসতে চলেছে ‘কাটাকুটি ২’। একেবারে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিরিজ়। পরিচালক আগেই আভাস দিয়েছিলেন, সিক্যুয়েলে বদলে যাবে গত সিজ়নের মুখেরা।

Advertisement

সিক্যুয়েলে অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে, যিনি জড়িয়ে পড়বেন নন্দিনী গুপ্তের খুনের রহস্যের সন্ধানে। খুনের গল্পে খুনি তো থাকবেই। এই সিজ়নে খুনি সমীর মণ্ডলের চরিত্রে দেখা যাবে অভিনেতা সুব্রত দত্তকে। খুনের গল্প বলার চিরাচরিত ‘হু ডান ইট’ কায়দায় তৈরি হবে সিরিজ়। এই গল্প আপাতদৃষ্টিতে জলের মতো মনে হলেও, এর জাল সুদূরে ছড়ানো। এক প্রতিশোধের গল্প বলবে এই সিরিজ়। শৈশবের প্রতিশোধ স্পৃহা থেকেই নাকি মানুষ খুন করে সমীর। এই খুনের তদন্ত করতেই নতুন কি কোনও তথ্য উঠে আসবে রাকার হাতে! তবে চিত্রনাট্যে একটা খুন থাকলেও, তাকে জড়িয়ে অনেকগুলো রহস্যের জট। সে জটগুলোই ছাড়ানোর দায়িত্ব সাংবাদিক রাকার উপর। এই সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাওন চক্রবর্তীকে। তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনই কিছু খোলসা করতে রাজি নন নির্মাতারা।

‘কাটাকুটি’র প্রথম সিজ়নে অভিনয় করেছিলেন সৌরভ দাস, মানসী সেনগুপ্ত, দেবতনু, পিয়ান সরকার, অভিজিৎ গুহ প্রমুখ। এই বার অমৃতা ও শাওন ছাড়াও এই সিরিজ়ে রয়েছেন সুব্রত দত্ত, শুভ্রজিৎ দত্ত, শ্রীজা ভট্টাচার্য, পূষান দাশগুপ্ত, জয়তী চক্রবর্তী ও রানা বসু ঠাকুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement