Hrithik-Sussanne

‘একটা ভুল বোঝাবুঝিতে সব শেষ!’ হৃতিক সুজ়ানের বিবাহবিচ্ছেদ নিয়ে কী জানালেন বাবা রাকেশ?

হৃতিক রোশানের উপর একাধিক বার স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ! প্রাক্তন পুত্রবধূ সুজ়ানকে নিয়ে কী বললেন রাকেশ রোশন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০২
Share:

হৃতিক-সুজ়ানের বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন রাকেশ? ছবি: সংগৃহীত।

তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ছিল বলিউডের কাছে অপ্রত্যাশিত। হৃতিক রোশন ও সুজ়ান খানের বাল্যপ্রেমের যে এমন পরিণতি হবে, কল্পনা করতে পারেননি তাঁদের ঘনিষ্ঠেরাও। ২০১৪ সালে পথ আলাদা হয় তাঁদের। শোনা যায়, প্রায় ৪০০ কোটি টাকা খোরপোশ নেন সুজ়ান। যদিও বিচ্ছেদের পর যোগাযোগ অক্ষুণ্ণ। তাঁদের বিচ্ছেদের আসল কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। কেউ বলেন, অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি কাল হল হৃতিকের। আবার শোনা যায় ‘কাইটস্’ খ্যাত অভিনেত্রী বারবারা মোরের জন্য সংসার ভেঙেছে তাঁদের। সেই সময় বাড়ি ছেড়ে দুই পুত্রসন্তানকে নিয়ে হোটেল গিয়ে ওঠেন সুজ়ান। তার মাসকয়েকের মাথায় বিচ্ছেদ ঘোষণা করেন। এ বার সুজ়ানকে নিয়ে মুখ খুললেন হৃতিকের বাবা রাকেশ রোশন।

Advertisement

এক সময় সুজ়ান জানিয়েছিলেন, হৃতিককে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারেন না। কিন্তু বিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়েন সুজ়ান। মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেতাও। বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন হৃতিক-সুজ়ান। দাম্পত্যের বাঁধন থেকে মুক্ত হয়ে একে অপরের হাত ধরেছেন বন্ধু হয়ে। শুধু তা-ই নয়, দু’জনের নতুন প্রেম নিয়েও সমান উৎসাহী। একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই প্রাক্তনের বর্তমানদের। গত বছরই গায়িকা-অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে নিজের সম্পর্কে কথা কবুল করেন অভিনেতা। অন্য দিকে, প্রেমিক আর্সলান গনি ও তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেন সুজন। প্রাক্তন দম্পতির এমন সমীকরণে অবাক হয়েছেন অনেকেই। ছেলে ও প্রাক্তন পুত্রবধূর বিচ্ছেদ প্রসঙ্গে রাঙ্কেশ বলেন, ‘‘ সুজ়ান যে আজ থেকে আমাদের বাড়ি আসছে, তা নয়। ওরা এক সময় স্বামী-স্ত্রী ছিল। কী এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে গেল। কিন্তু ও সব সময় আমাদের পরিবারের এক জন হয়েই থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement