ইন্দ্রাণী নিয়ে সরাসরি মোদীর সঙ্গে কথা বলছেন রাখি সবন্ত!

রাখি সবন্তের হলটা কী? ইদানিং একেবারেই অভিনয়ের জন্য বোধহয় ডাক পাচ্ছেন না এই ‘কনট্রোভার্সি ক্যুইন’। তাই কখনও সানি লিওনকে ভারতে নিষিদ্ধ করার ডাক দিচ্ছেন, কখনও বা বাস্তবে ধর্ষণের জন্য সানিকে দায়ি করছেন— প্রচারে থাকার জন্য একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন রাখি। তাঁর নয়া সংযোজন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৪
Share:

রাখি সবন্তের হলটা কী? ইদানিং একেবারেই অভিনয়ের জন্য বোধহয় ডাক পাচ্ছেন না এই ‘কনট্রোভার্সি ক্যুইন’। তাই কখনও সানি লিওনকে ভারতে নিষিদ্ধ করার ডাক দিচ্ছেন, কখনও বা বাস্তবে ধর্ষণের জন্য সানিকে দায়ি করছেন— প্রচারে থাকার জন্য একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন রাখি। তাঁর নয়া সংযোজন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

Advertisement

শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে ছে়ড়ে দেওয়ার জন্য নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে কথা বলেছেন রাখি! যদিও বিজেপি সূত্রে রাখির বক্তব্যের সমর্থনে কোনও খবর পাওয়া যায়নি। রাখির কথায়, ‘‘স্মৃতি একজন মহিলা। তিনি ইন্দ্রাণীর কষ্ট বুঝবেন এবং ওকে সাহায্য করবেন। ইন্দ্রাণীকে ছেড়ে দেওয়ার জন্য আমি নরেন্দ্র মোদী আর অমিত শাহের সঙ্গে কথা বলছি।’’ এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর দাবি, শিনা হত্যা মামলার পিছনে কোনও ‘মাস্টারমাইন্ড’ আছেন। তাই তাঁর বন্ধু ইন্দ্রাণী কোনও কারণ ছাড়াই কষ্ট পাচ্ছেন!

এই হত্যা মামলা নিয়ে বড়পর্দায় ‘এক কহানি জুলি থি’ নামের একটি ছবিতে অভিনয় করছেন রাখি। চেতনা এন্টারটেনমেন্টের প্রযোজনায় খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে এই ছবি। যেখানে ইন্দ্রাণীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। দিন কয়েক আগেই তাঁর দাবি ছিল, ‘‘আমি ইন্দ্রাণীকে অনেক দিন ধরে চিনি। ‘ইয়ে হ্যায় জলবা’ এবং ‘জলবা ফোর টু কা ওয়ান’ শো করতে গিয়ে ওর স্বামী পিটারের সঙ্গেও আমার পরিচয় হয়েছিল। আমিই ছিলাম ইন্দ্রাণীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী।’’

Advertisement

ইন্দ্রাণীকে অনেক কাছ থেকে চেনার সুবাদে তাঁর স্ট্রেসফুল জীবন এবং টাকার পিছনে তাঁর অবিরাম দৌড় রাখি সামনে থেকে দেখেছেন। তাই এই চরিত্রটি একমাত্র তিনিই পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন বলে দাবি করেছিলেন। প্রায়শই বিতর্কিত মন্তব্য করে কি সেই ছবিরই প্রোমশন করছেন রাখি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন