Ram Gopal Varma

‘শ্রীদেবীর ছিঁটেফোটাও নেই ওর মধ্যে’, জাহ্নবীকে নিয়ে কেন এমন মন্তব্য রামগোপালের?

শ্রীদেবী-কন্যার সঙ্গে কাজ করারও কোনও ইচ্ছা নেই রামগোপালের। পরিচালকের স্পষ্ট স্বীকারোক্তি, “আমি মাকে পছন্দ করতাম। মেয়েকে নয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২০:০৪
Share:

শ্রীদেবী-জাহ্নবীকে নিয়ে মন্তব্য রামগোপালের। ছবি: সংগৃহীত।

তাঁর প্রথম পরিচয় তিনি শ্রীদেবীর কন্যা। যদিও ইতিমধ্যে বলিউডে প্রায় পাকাপাকি জায়গা করে ফেলেছেন জাহ্নবী কপূর। অনেক সময় সৌন্দর্য, অভিনয়ের নিরিখে মায়ের সঙ্গে তুলনাও টানা হয়েছে তাঁর। কিন্তু কোনও ভাবেই তাঁর মধ্যে শ্রীদেবীর কোনও ছায়া নেই, দাবি পরিচালক রামগোপাল বর্মার।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবীকে নিয়ে কথা বলেন পরিচালক। তখনই উঠে আসে জাহ্নবীর প্রসঙ্গ। রামগোপাল মন্তব্য করেন, “এখনও পর্যন্ত জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে দেখতে পাইনি।” যদিও জুনিয়র এনটিআর কিছু দিন আগেই ঠিক উল্টো কথা বলেছেন। ‘দেবারা’ ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। জুনিয়র এনটিআর জানান, একটি নির্দিষ্ট ফোটোশুটের সময়ে জাহ্নবীকে অবিকল তাঁর মায়ের মতো দেখতে লাগছিল।

এই দাবি মানতে নারাজ রামগোপাল। এমনকি জাহ্নবীর মধ্যে বিন্দুমাত্র শ্রীদেবীর ছায়া রয়েছে বলে মানেন না তিনি। রামগোপাল পরিচালিত ছবিতে কাজ করেছিলেন প্রয়াত অভিনেত্রী। সেই অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেছেন, “নানা ধরনের চরিত্রে কাজ করতে সক্ষম ছিলেন তিনি। আমি ওঁর ছবি পরিচালনা করছিলাম। কিন্তু ওঁর অভিনয় দেখতাম দর্শকের মতো বুঁদ হয়ে। এই মানের অভিনেত্রী ছিলেন শ্রীদেবী।”

Advertisement

কিন্তু কন্যা জাহ্নবীকে নাকি মোটেই পছন্দ নয় তাঁর। এমনকি শ্রীদেবী-কন্যার সঙ্গে কাজ করারও কোনও ইচ্ছা নেই রামগোপালের। পরিচালকের স্পষ্ট স্বীকারোক্তি, “আমি মাকে পছন্দ করতাম। মেয়েকে নয়। সত্যি কথা বলতে, গোটা জীবনে এমন অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছি, যাঁদের সঙ্গে আমার কোনও যোগই তৈরি হয়নি। জাহ্নবীর সঙ্গেও আমার কাজ করার কোনও পরিকল্পনা নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement