Entertainment News

সানিয়ার ছবি পোস্ট করে সমালোচনার মুখে রামগোপাল

বিষয়টি ঠিক কী? গত মাসেই টুইটার থেকে নিজেই বেরিয়ে গিয়েছেন রামু। তখন তিনি বলেছিলেন, ‘এখন থেকে ভিডিও আর ছবি পোস্ট করব ইনস্টাগ্রামে।’ সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রামগোপাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১৯:২৫
Share:

রামগোপাল ভার্মা। ছবি: সংগৃহীত।

সানিয়া মির্জাকে নিজের ছবির প্রচারের কাজে ব্যবহার করলেন পরিচালক রামগোপাল ভার্মা। তাও আবার সানিয়ার অজান্তেই!

Advertisement

বিষয়টি ঠিক কী?

গত মাসেই টুইটার থেকে নিজেই বেরিয়ে গিয়েছেন রামু। তখন তিনি বলেছিলেন, ‘এখন থেকে ভিডিও আর ছবি পোস্ট করব ইনস্টাগ্রামে।’ সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রামগোপাল। ছবিতে খেলার মাঠের চেনা পোশাকে সানিয়া। ওই ছবির ক্যাপশনে রামগোপালের বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। ওই ক্যাপশনে তিনি আসলে নিজের নতুন শর্টফিল্মের প্রচারই করতে চেয়েছেন বলে সমালোচনার মুখে পড়েছেন রামু।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে রামগোপালের প্রথম শর্ট ফিল্ম ‘মেরি বেটি সানি লিওন বন্‌না চাহতি হ্যায়’। যেখানে মূল চরিত্র সানি লিওনের মতো পর্ন তারকা হওয়ার স্বপ্ন দেখে। পেশা বেছে নেওয়ার স্বাধীনতার পক্ষে সওয়াল করে। সেই প্রসঙ্গেই সানিয়ার ছবিরও ব্যখ্যা দিয়েছেন পরিচালক।

আরও পড়ুন, এই মেয়ে কেন সানি লিওন হতে চান...

এর আগে তিনি যখন টুইটার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তখনও বিতর্ক তৈরি হয়েছিল। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন রামগোপাল একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আমি চাই সব মহিলা পুরুষদের ততটাই আনন্দ দিন যতটা সানি লিওন দেন।’ সেই টুইট ঘিরে শুরু হয় বিতর্ক। তার জেরেই টুইটার থেকে রামগোপাল বেরিয়ে গিয়েছিলেন বলে ধারণা ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। আবার নিজের প্রথম শর্টফিল্মের বিষয় বাছাই বা নামের ক্ষেত্রে ‘সানি লিওন’কে ব্যবহার করাটা সেই টুইটের জাস্টিফিকেশন বলেও মনে করেন ইন্ডাস্ট্রির একটা অংশ।

তবে ছবির প্রচারে হঠাত্ সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার ছবি কেন ব্যবহার করলেন রামগোপাল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অনেকে সমালোচনা করছেন। কোনও ভাবেই সানিয়ার ছবির সঙ্গে রামগোপালের শর্ট ফিল্মকে মেলানো যায় না বলেও মন দিচ্ছেন ওয়েব দুনিয়ার একটা বড় অংশ। '

'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement