ফ্লপ বা হিট যাই হোক অমিতাভ বচ্চন কাজ করবেনই

রামগোপাল বর্মা নিজের সম্পর্কে এখনও এতটাই আত্মবিশ্বাসীসিনেমার বদলে বিতর্কিত টুইট করেই এখন শিরোনামে থাকেন রামগোপাল বর্মা। ‘শিবা’র পরিচালকের শেষ ১০ বছরে হিট বলতে ওই ‘সরকার’ ফ্রাঞ্চাইজি। সেই ভরসাতেই তিনি ‘সরকার থ্রি’ নিয়ে আসছেন। বলা হয় রামগোপাল তাঁর নিজের সিগনেচার স্টাইল ক্রমশ হারিয়ে ফেলছেন।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

মুম্বই শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০০:৪১
Share:

রামগোপাল

সিনেমার বদলে বিতর্কিত টুইট করেই এখন শিরোনামে থাকেন রামগোপাল বর্মা। ‘শিবা’র পরিচালকের শেষ ১০ বছরে হিট বলতে ওই ‘সরকার’ ফ্রাঞ্চাইজি। সেই ভরসাতেই তিনি ‘সরকার থ্রি’ নিয়ে আসছেন। বলা হয় রামগোপাল তাঁর নিজের সিগনেচার স্টাইল ক্রমশ হারিয়ে ফেলছেন।

Advertisement

রামু নিজেও কি তাই মনে করেন? ঠোঁটকাটা এই পরিচালকের জবাব, ‘‘পুরনো আরজিভি মরে গিয়েছে। আর নতুন আরজিভি হয়তো আরও ভাল। আমার কেরিয়ারের সমীক্ষা করলে দেখতে পাবেন আমি হিট-ফ্লপ দুই ধরনের ছবিই বানিয়েছি। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তখন এতটা সোচ্চার ছিল না। তাই ফ্লপ নিয়ে এত বিশ্লেষণ হতো না।’’

‘সরকার রাজ’-এর আট বছর পর সিক্যুয়েল নিয়ে এলেন। জানালেন, আগের ছবি দু’টো দেখা না থাকলেও ‘সরকার থ্রি’ দেখতে কোনও সমস্যা হবে না দর্শকদের।

Advertisement

‘রাম গোপাল বর্মা কী আগ’ রিলিজের পর পরিচালকের সঙ্গে অমিতাভ বচ্চনের সমস্যা তৈরি হয়ে ছিল বলে শোনা যেত। কিন্তু তার পরেও অমিতাভ ‘সরকার রাজ’ এবং ‘ডিপার্টমেন্ট’ করেন তাঁর সঙ্গে। পরিচালকের মতে, ‘‘প্যাশন আর ইনটেনসিটি নিয়ে কাজ করি। আমার ছবিতে যে সব ড্রামাটিক দৃশ্য থাকে, তাতে মিস্টার বচ্চন সব সময় ফিট করেন।’’

রামগোপাল পরপর ফ্লপ দেওয়ার পরেও কোন ভরসাতে অমিতাভের মতো অভিনেতা তাঁর সঙ্গে কাজ করেন? ‘‘মিস্টার বচ্চন আমার ফিল্ম মেকিংয়ে সিনসিয়ারিটি দেখেন। আর অন্যরা রেজাল্ট দেখেন,’’ সাফ জবাব।

গত কয়েক বছরে রামু যতটা মনোযোগ সিনেমায় দিয়েছেন, তার থেকে বেশি টুইটারে দিয়েছেন! কর্ণ জোহর, অনুরাগ কাশ্যপ থেকে সম্প্রতি বিদ্যুৎ জামওয়াল, টাইগার শ্রফ কেউ বাদ যাননি রামুর টুইটার আক্রমণ থেকে। আপনি কি নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন? হাসতে-হাসতে বললেন, ‘‘গব্বর আমি নিজেই! প্রশংসা শুনতে একদম ভালবাসি না। আমাকে যে যত খারাপ কথা বলে, তত ভাল লাগে। আরে, এটা ফ্রিডম অব এক্সপ্রেশনের যুগ।’’

তবে রামু জানালেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এ বার থেকে সোশ্যাল মিডিয়ায় আর কাউকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করবেন না। ‘‘অনেক দিন ধরেই মনে হচ্ছে যাঁরা আমার কাছের লোক, আমাকে ভালবাসেন, তাঁদের আমি অযথা দুঃখ দিচ্ছি। তাই আর ব্যক্তিগত আক্রমণ করব না,’’ বললেন পরিচালক।

গত কয়েক বছর ধরে বলিউ়ড নয়, দক্ষিণেই ছবি পরিচালনা করছেন তিনি। ‘সরকার থ্রি’ মুক্তি পেয়ে গেলেই নতুন প্রজেক্ট ‘অ্যারেস্ট’-এর কাজ শুরু করবেন বলে জানালেন। এই ছবিতে অভিষেক বচ্চনের কাজ করার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন