‘তামাশা’য় নিজেকে প্রমাণ করতে চান রণবীর

পরপর তাঁর কয়েকটি ছবি ভাল ব্যবসা করেনি। তবুও অভিনেতা হিসেবে রণবীর কপূরকে ফুল মার্কস দিয়েছেন দর্শক এবং সমালোচকরা। কিন্তু তাতেও কপূর খানদানের এই উত্তরাধিকারী সন্তুষ্ট নন। ফের নতুন করে নিজেকে প্রমাণ করার তাগিদ অনুভব করছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

পরপর তাঁর কয়েকটি ছবি ভাল ব্যবসা করেনি। তবুও অভিনেতা হিসেবে রণবীর কপূরকে ফুল মার্কস দিয়েছেন দর্শক এবং সমালোচকরা। কিন্তু তাতেও কপূর খানদানের এই উত্তরাধিকারী সন্তুষ্ট নন। ফের নতুন করে নিজেকে প্রমাণ করার তাগিদ অনুভব করছেন তিনি। পাখির চোখ করেছেন ‘তামাশা’-কে। শেষ তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর রণবীর বলছেন, এই ছবিতে তাঁর অনেক কিছু প্রমাণ করার রয়েছে।

Advertisement

‘বেশরম’, ‘রয়’ এবং ‘বম্বে ভেলভেট’এ রণবীর মন দিয়ে অভিনয় করলেও লাভের মুখ দেখেনি ছবিগুলি। তবে ‘তামাশা’য় একটি দুর্দান্ত টিম পেয়েছেন তিনি। দীপিকা পাডুকোন, পরিচালক ইমতিয়াজ আলি, সঙ্গীত পরিচালক এ আর রহমান— সব মিলিয়ে অসাধারণ রসায়ন। তাই এ ছবিতে বাণিজ্যিক লাভের আশা করতেই পারেন রণবীর। ফলে শেষ তিন ছবিতে বেকায়দায় পড়ে যাওয়া রণবীরের কেরিয়ার ফের ঘুরে দাঁড়াতেই পারে ‘তামাশা’র হাত ধরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement