Entertainment News

তৈমুরকে নাকি চিনতেই পারেননি রণবীর!

গত ডিসেম্বরে করিনা কপূর ও সইফ আলি খানের ছেলে তৈমুরের জন্ম হয়েছে। রণবীর সম্পর্কে করিনার খুড়তুতো ভাই। ফলে তৈমুরের মামা। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে তৈমুরের জন্মের তিন মাস পরে তাকে দেখতে যান রণবীর।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৬:৩৩
Share:

হ্যাঁ। ঠিকই পড়ছেন। এমনটাই হয়েছে বাস্তবে। তৈমুর আলি খানকে নাকি চিনতেই পারেননি রণবীর। আর এ কথা স্বীকার করেছেন খোদ নায়ক।

Advertisement

বিষয়টা ঠিক কী?

আরও পড়ুন, রণবীরের ‘গলতি সে মিসটেক’ কি জানেন?

Advertisement

গত ডিসেম্বরে করিনা কপূর ও সইফ আলি খানের ছেলে তৈমুরের জন্ম হয়েছে। রণবীর সম্পর্কে করিনার খুড়তুতো ভাই। ফলে তৈমুরের মামা। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে তৈমুরের জন্মের তিন মাস পরে তাকে দেখতে যান রণবীর। কিন্তু সেই চেহারার সঙ্গে তৈমুরের এখনকার মুখ মেলাতে পারেননি রণবীর।

সম্প্রতি ‘জগ্গা জাসুস’-এর প্রোমোশনে ব্যস্ত রণবীর। তারই ফাঁকে জানিয়েছেন, সদ্য তুষার কপূরের ছেলে লক্ষ্যর জন্মদিনের পার্টিতে যাওয়ার পর ছোট্ট তৈমুরের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনলাইনে ভাগ্নেকে দেখে তিনি চিনতেই পারেননি বলে জানিয়েছেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement