Entertainment News

‘আমি সিঙ্গল’, রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন রণবীর

সত্যিই কি বিরহে রয়েছেন রণবীর? নাকি ‘জগ্গা জসুস’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা গ্রাস করেছে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৩:৫৩
Share:

রণবীর কপূর। ছবি: রণবীরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কখনও দীপিকা পাড়ুকোন, কখনও বা ক্যাটরিনা কইফের সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কপূরের। এক এক সময় এক এক জন নায়িকার সঙ্গে রণবীরের প্রেম নিয়ে গসিপ হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। সে সম্পর্ক ভেঙেও গিয়েছে। ব্রেকআপের খবরে সরগরম থেকেছে বি-টাউন। আবার নতুন গার্লফ্রেন্ডকে নিয়েও জল্পনা হয়েছে। এ সবের মধ্যেই নতুন করে রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বোমা ফাটালেন রণবীর স্বয়ং।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর বলেন, ‘‘এই প্রথম বার আমি সিঙ্গল। আর বিষয়টা বেশ এনজয় করছি। নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। কারও সঙ্গে দেখাও করছি না।’’ রণবীর আরও জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের সঙ্গে কথা শুরু হলেই তাঁরা নাকি নায়িকাদের নিয়ে কথা বলতে থাকেন। এই মুহূর্তে সেটা নায়কের একেবারেই পছন্দ হচ্ছে না!

আরও পড়ুন, কর্ণের শো-এ আসতে বাধ্য করা হয়েছিল, বিস্ফোরক রণবীর

Advertisement

সত্যিই কি বিরহে রয়েছেন রণবীর? নাকি ‘জগ্গা জসুস’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা গ্রাস করেছে? ফ্ল্যামবয়েন্স রণবীরের এ হেন আচরণের ব্যাখ্যা খুঁজতে নতুন গসিপ শুরু করেছে বি-টাউন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement