রণবীর কপূর এ বার সুপার হিরো!

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিতে সুপার হিরোর ভূমিকায় দেখা যাবে রণবীর কপূরকে। ছবিতে যে সুপার হিরোর ভূমিকায় তাঁকে দেখা যাবে তার নাম ড্রাগন, যার হাতের তালু থেকে আগুন বের হয়। এ ছাড়াও আরও কিছু বিশেষ শক্তিও আছে এই ‘ড্রাগনের’। কিন্তু অয়ন মুখোপাধ্যায় হঠাত্ সুপার হিরো নিয়ে ফিল্ম বানাতে যাচ্ছেন কেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১
Share:

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিতে সুপার হিরোর ভূমিকায় দেখা যাবে রণবীর কপূরকে। ছবিতে যে সুপার হিরোর ভূমিকায় তাঁকে দেখা যাবে তার নাম ড্রাগন, যার হাতের তালু থেকে আগুন বের হয়। এ ছাড়াও আরও কিছু বিশেষ শক্তিও আছে এই ‘ড্রাগনের’।
কিন্তু অয়ন মুখোপাধ্যায় হঠাত্ সুপার হিরো নিয়ে ফিল্ম বানাতে যাচ্ছেন কেন? পরিচালকের ঘনিষ্ঠ মহলের দাবি, সম্প্রতি রায়ান রেনল্ডস-এর সুপার হিরো ফিল্ম ‘ডেডপুল’ দেখে অয়ন মুখোপাধ্যায় এতটাই মুগ্ধ হয়েছেন যে এই ধরনের ফিল্ম তৈরির ব্যাপারে এক রকম মনস্থির করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, গত সপ্তাহে শুধু নিজের দেখার জন্য মুম্বইয়ে আন কাট ‘ডেডপুল’-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করেন তিনি। ওই সূত্রের আরও দাবি, রায়ান রেনল্ডস-এর বলিউডের মুখ নাকি পরিচালকের পছন্দের রণবীর কপূর। অর্থাত্, ‘ডেডপুল’-এর বলিউড ভার্সানের (ছবির নামকরণ এখনও হয়নি) কাজ খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছেন অয়ন।
যদিও ছবিটিকে ‘ডেডপুল’-এর অনুকরণ মানতে নারাজ পরিচালক। অয়নের মতে, তাঁর ছবিটি অবশ্যই হলিউডের ওই সুপার হিরোর অ্যাকশন ফিল্মের মাধ্যমে অনুপ্রাণিত এবং প্রভাবিত। তবে ছবিটি একেবারেই ‘ডেডপুল’-এর অনুকরণ নয়। হলিউডের যে ছবিটি দেখে অয়ন তাঁর নতুন সুপার হিরো টাইপ ছবি করতে মনস্থির করে ফেলেছেন, সেই ছবিটি কিন্তু ইতিমধ্যেই বেশে সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর ছবিটির এ পর্যন্ত বক্স অফিসের আয় প্রায় ৩৩ কোটি ৩০ লক্ষ ডলার। তা ছাড়া পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের আগের ছবিগুলিও (ওয়েক আপ সিড, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি) বেশ সফল হয়েছে বলিউডে। তার উপর সুপার হিরোর ভূমিকায় রণবীর কপূর। সব মিলিয়ে একটা দারুন কিছুর জন্য অপেক্ষায় রইল বলিউডের অসংখ্য ভক্ত।

Advertisement

আরও পড়ুন...

Advertisement

রণবীর-ক্যাটের ব্রেক আপের কথা আগেই জানতেন করিনা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন