Ranbir Kapoor

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় ঘোষণা রণবীরের! দ্বৈত চরিত্রে কি নৃশংসতা বাড়িয়ে দেবেন সন্দীপ রেড্ডী বাঙ্গা?

রণবীর এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন দু’টি ছবি নিয়ে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন তিনি। তা হলে কবে আসবে ‘অ্যানিম্যাল পার্ক’?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫
Share:

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় ঘোষণা রণবীরের। ছবি: সংগৃহীত।

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘অ্যানিম্যাল’ সাড়া ফেলেছিল বক্সঅফিসে। তবে বহু কটাক্ষের মুখেও পড়েছিল এই ছবি। নারীবিদ্বেষী তকমা জুড়েছিল এই ছবির সঙ্গে। কিন্তু রণবীর কপূরের অনুরাগীরা এই ছবি দেখে মত্ত হয়ে উঠেছিলেন। ছবির শেষেই ইঙ্গিত ছিল, পরবর্তী ভাগ আসবে। সেই ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’। এ বার এই ছবি নিয়ে বড় ঘোষণা করলেন রণবীর নিজেই।

Advertisement

রণবীর এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন দু’টি ছবি নিয়ে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন তিনি। তা হলে কবে আসবে ‘অ্যানিম্যাল পার্ক’? সন্দীপও এই মুহূর্তে ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। তাই ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হতে ২০২৭ হয়ে যাবে। এ ছাড়াও ছবি নিয়ে আরও একটি বড় তথ্য ঘোষণা করেছেন অভিনেতা।

‘অ্যানিম্যাল পার্ক’ নাকি একটি ছবি নয়। তিনটি ভাগে তৈরি হবে ‘অ্যানিম্যাল পার্ক’, যেখানে নৃশংসতা অন্য মাত্রায় পৌঁছোবে বলে দাবি। অভিনেতার কথায়, “প্রথম ছবির থেকেই আমরা বিভিন্ন ভাবনা নিয়েছি। সেখান থেকেই সন্দীপ ভেবেছেন গল্পকে কী ভাবে এগিয়ে নিয়ে যাবেন। এ বার আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একই সঙ্গে নায়ক ও খলনায়কের চরিত্রে। তাই আমি আরও বেশি উচ্ছ্বসিত।”

Advertisement

দুটি চরিত্র কেন? রণবীর জানান, আসলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে প্রধান চরিত্রের মতো করে সাজানো হবে এই খলচরিত্রকে। গল্পে এমনই রয়েছে।

২০২৩-এর এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছিলেন রশ্মিকা মন্দানা, তৃপ্তি ডিমরী ও ববি দেওল। ছবিটি বক্সঅফিসে ৪০০ কোটির ব্যবসা করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement