Entertainment News

ঘরোয়া সাজে রানির সেলফি ভাইরাল

পাওয়ার হাউস অ্যাক্টিং-এর সঙ্গে কিলার স্মাইলে যুগলবন্দি হলেন রানি মুখোপাধ্যায়। মেয়ে আদিরা হওয়ার পর খুব কমই প্রকাশ্যে এসেছেন নায়িকা। কখনও প্যারিসের রাস্তায় ভক্তের আবদারে সেলফি তুলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪১
Share:

মা হওয়ার আগে রানি।— ফাইল চিত্র।

পাওয়ার হাউস অ্যাক্টিং-এর সঙ্গে কিলার স্মাইলে যুগলবন্দি হলেন রানি মুখোপাধ্যায়। মেয়ে আদিরা হওয়ার পর খুব কমই প্রকাশ্যে এসেছেন নায়িকা। কখনও প্যারিসের রাস্তায় ভক্তের আবদারে সেলফি তুলেছেন। আবার কখনও বা ‘বেফিকরে’-র র‌্যাপ আপ শুটিংয়ে গ্রুপ ফটোতে দেখা গিয়েছে তাঁকে। তবে পাবলিক অ্যাপিয়ারেন্স আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছেন নায়িকা। এখন শুধু সময় দিচ্ছেন মেয়েকে। সম্প্রতি মুম্বইয়ে একেবারে ঘরোয়া সাজে দেখা গেল তাঁকে। দাদার বাড়ির এক অনুষ্ঠানে হাজির ছিলেন লাল কামিজে। ভাইঝি এবং বৌদির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘মর্দানি’তে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বড়পর্দায়। পোস্ট মাদারহুডে রানিকে দেখে খুশি অনুরাগীরা। খুব দ্রুত তাঁকে আবার সিলভার স্ক্রিনে দেখতে চাইছেন সকলে।

Advertisement

রানির সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

আরও পড়ুন

Advertisement

দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

বড়ন্তির বনান্তে

ছেলে নাকি মেয়ে, কি চান করিনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement