Entertainment News

‘আমি ওকে মিস করি…’ দীপিকা নন, কোন বলি তারকার কথা বললেন রণবীর?

রণবীর লিখেছেন, ‘আমি ওকে খুব মিস করি। ও খুব ব্যস্ত হয়ে পড়েছে… কেরিয়ার নিয়ে ব্যস্ত।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৫২
Share:

রণবীর সিংহ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

না! দীপিকা পাড়ুকোন নন। বরং অন্য এক বলি তারকাকে খুব মিস করেন রণবীর সিংহ। প্রকাশ্যে সে কথা বলেও ফেললেন নায়ক।

Advertisement

আসলে প্রিয় বন্ধু অর্জুন কপূরের কথা বলেছেন রণবীর। এই দুই তারকার বন্ধুত্বের কথা বলি মহলে অনেকেই জানেন। কিন্তু পেশাগত ব্যস্ততার কারণে দুই বন্ধুর এখন খুব একটা আড্ডা হয় না। সোশ্যাল মিডিয়ায় সে কথাই বলেছেন রণবীর।

রণবীর লিখেছেন, ‘আমি ওকে খুব মিস করি। ও খুব ব্যস্ত হয়ে পড়েছে… কেরিয়ার নিয়ে ব্যস্ত।’

Advertisement

আরও পড়ুন, অনিন্দ্যর সুরে সুমনের গান!

‘গুন্ডে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই তারকা। প্রিয় বন্ধুর রিসেপশনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অর্জুন। তার পর আর তাঁর সঙ্গে রণবীরের দেখা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের উত্তরে এ কথা শেয়ার করেছেন রণবীর।

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement