শুনুন, প্রাক্তন এক পর্নস্টারের যন্ত্রণার কাহিনি…

তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির প্রাক্তনী। ২০১১-তে পর্ন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পর থেকেই অন্য পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। কিন্তু কাজটা যে ভয়ঙ্কর কঠিন, তা নিজের জীবন দিয়ে বুঝছেন। তিনি ব্রি ওলসন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১২:৫৯
Share:

তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির প্রাক্তনী। ২০১১-তে পর্ন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পর থেকেই অন্য পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। কিন্তু কাজটা যে ভয়ঙ্কর কঠিন, তা নিজের জীবন দিয়ে বুঝছেন। তিনি ব্রি ওলসন।

সম্প্রতি তিনি জানিয়েছেন, পাঁচ বছর কেটে গেলেও অতীত তাঁর পিছু ছাড়ছে না। প্রত্যেকদিন, প্রতি মুহূর্তে তাঁকে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। তাঁর কথায়, ‘‘যখন বাইরে বেরোই, তখন যেন মনে হয় কপালে কলঙ্কের দাগ লেগে রয়েছে। ইন্টারনেটে যেমন লোকজন আমাকে যা-তা বলে, বাইরে বেরোলেও তাই মনে হয়। আমি যে এখন প্রাক্তন পর্নস্টার, তা মনে করেন না কেউ। সবাই ভাবেন, আমি তাঁদের সন্তানদের ক্ষতি করব।’’

আরও দেখুন

পর্ন ছবি দেখায় ভারতীয় মহিলারা এগিয়ে, বিশ্বে তৃতীয় স্থানে!

ব্রি এখন বিবাহিত, দুই সন্তানের মা। একজন পেশাদার নার্স। তিনি চান, মানুষ তাঁর এই পরিচয়টাই মনে রাখুক। কিন্তু বাস্তব তাঁকে অন্য সত্যের মুখোমুখি করেছে। তাই টিনএজার মেয়েদের তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে না আসার জন্যও অনুরোধ করেছেন। ব্রি-র নিজের মুখেই শুনুন তাঁর যন্ত্রণার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন