ছবি না চলায় ব্যথিত গৌরহরি

তাঁর লড়াইকে সম্মান জানায়নি বক্স অফিস। ফলে, মনমরা হয়ে রয়েছেন গৌরহরি দাস। তাঁর জীবনের উপর তৈরি ছবি ‘গৌর হরি দাস্তান’ এখনও পর্যন্ত ভাল ব্যবসা করেনি। শুধু তাই নয়, দেশে মাত্র ১১২টি হলে ছবিটি মুক্তি পেয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

ছবির দৃশ্যে বিনয় পাঠক এবং কঙ্কনা সেনশর্মা।

তাঁর লড়াইকে সম্মান জানায়নি বক্স অফিস। ফলে, মনমরা হয়ে রয়েছেন গৌরহরি দাস। তাঁর জীবনের উপর তৈরি ছবি ‘গৌরহরি দাস্তান’ এখনও পর্যন্ত ভাল ব্যবসা করেনি। শুধু তাই নয়, দেশে মাত্র ১১২টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। কেন এমন হল, তার একটা ব্যাখ্যা নিজের মতো করে দিচ্ছেন এই বৃদ্ধ। বলছেন, বর্তমান প্রজন্ম তথাকথিত ‘আর্ট ফিল্ম’-এর প্রতি আগ্রহী নয়। তাদের পছন্দ ‘মশালা ছবি’। তিনি যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা সরকারকে বোঝাতে ৩২টি বছর লেগেছিল গৌরহরি দাসের। ফলে ছবির গল্প যে আকর্ষণীয়, তা নিয়ে কোনও সংশয় নেই। বিনয় পাঠক, কঙ্কনা সেনশর্মা, রণবীর শোরে, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা রয়েছেন এই ছবিতে। তবু এখনও পর্যন্ত ছবিটি ভাল ব্যবসা করতে ব্যর্থ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement