বাস্তবেও নীরজা, জ্বলন্ত গাড়ির মধ্যে থেকে বন্ধুকে বাঁচিয়েছিলেন ছোট্ট সোনম

শুধু বায়োপিকেই নয়, বাস্তবেও তিনি নীরজা! ঝুঁকি উপেক্ষা করে জ্বলন্ত গাড়ির ভিতর থেকে বন্ধুকে বাঁচিয়েছিলেন সোনম কপূর! মাত্র ১৫ বছর বয়সে! তাঁর নতুন ফিল্ম ‘নির্জা’-র সাংবাদিক সম্মেলনে শৈশবের সেই স্মৃতিটাই উগরে দিলেন সোনম। কী হয়েছিল?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৬
Share:

শুধু বায়োপিকেই নয়, বাস্তবেও তিনি নীরজা! ঝুঁকি উপেক্ষা করে জ্বলন্ত গাড়ির ভিতর থেকে বন্ধুকে বাঁচিয়েছিলেন সোনম কপূর! মাত্র ১৫ বছর বয়সে!

Advertisement

তাঁর নতুন ফিল্ম ‘নীরজা’-র সাংবাদিক সম্মেলনে শৈশবের সেই স্মৃতিটাই উগরে দিলেন সোনম। কী হয়েছিল? সোনম জানান, এক বন্ধুর সঙ্গে গাড়িতে ছিলেন তিনি। হঠাৎই গাড়ি বন্ধ হয়ে যায়। বিপদ বুঝে তখনই গাড়ি থেকে নেমে পড়েছিলেন তিনি। কিন্তু সঙ্গে থাকা বন্ধু তা পারেননি। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন জ্বলে যায়। লক হয়ে গিয়েছিল গাড়ির দরজাও। দাউদাউ করে গাড়ি জ্বলতে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন ঠিকই। কিন্তু বন্ধুকে ছেড়ে পালিয়ে যাননি। উপরন্তু, ঝুঁকি উপেক্ষা করেই বন্ধুকে বাঁচিয়েছিলেন তিনি। একটুর জন্য প্রাণে বাঁচেন দু’জনেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement