Entertainment News

শাহরুখের এই খারাপ অভ্যেস আছে নাকি?

তিনি সুপারস্টার। প্রপার জেন্টলম্যান। আদর্শ বাবা। দায়িত্ববান সন্তান। তিনি অনেক মানুষের ইন্সপিরেশন। তিনি শাহরুখ খান। প্রফেশনালি তাঁকে অনেকে চেনেন। কিঙ্গ খানের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক তথ্য হয়তো জানেন অনুরাগীরা। কিন্তু তাঁর একটি কুঅভ্যাসের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন শাহরুখের এক প্রাক্তন কর্মচারী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫
Share:

তিনি সুপারস্টার। প্রপার জেন্টলম্যান। আদর্শ বাবা। দায়িত্ববান সন্তান। তিনি অনেক মানুষের ইন্সপিরেশন। তিনি শাহরুখ খান। প্রফেশনালি তাঁকে অনেকে চেনেন। কিঙ্গ খানের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক তথ্য হয়তো জানেন অনুরাগীরা। কিন্তু তাঁর একটি কুঅভ্যাসের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন শাহরুখের এক প্রাক্তন কর্মচারী।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক শাহরুখের ওই প্রাক্তন কর্মচারী জানিয়েছেন, বলিউড বাদশার অনেক ভাল গুণ আছে ঠিকই। কিন্তু সব জায়গায় দেরি করে পৌঁছন তিনি। যখনই তাঁর দিন শুরু হোক না কেন যে কোনও কাজে অন্তত দু’ঘণ্টা দেরিতে পৌঁছন।

এই অভ্যাসের পিছনে একটা নির্দিষ্ট কারণও রয়েছে। শাহরুখ নাকি প্রতিদিন প্রায় ১৮-২০ ঘণ্টা করে কাজ করেন। মেক আপ ভ্যানের ভিতরেই বিশ্রাম নিতে হয় তাঁকে। ফলে ঘুম থেকে উঠতে দেরি তো হবেই। সে কারণেই দেরিতে পৌঁছনো এখন শাহরুখের অভ্যেসে পরিণত হয়েছে।

Advertisement

আরও পড়ুন, শাহিদের বাবা হওয়ার খবরে কী বললেন করিনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement